রাত পোহালেই হতে চলেছে, এবছরের মাধ্যমিক,একবার চোখ বুলিয়ে নাও শেষ মুহূর্তের প্রস্তুতিতে……./ অর্পণ বন্দ্যোপাধ্যায়
অর্পণ বন্দ্যোপাধ্যায় :রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষা যা জীবনের সবচেয়ে বড় ও প্রথম পরীক্ষা যা ছাত্র ছাত্রীরা প্রথাগত রীতিনীতির বাইরে গিয়ে দেবে, দীর্ঘ একবছরের অনুশীলন, অভ্যাস, প্রস্তুতির স্বার্থক কলাকার হিসেবে রূপদান কাল থেকে শুরু হবে তোমাদের, শেষ মুহূর্তে কিভাবে একটু গুছিয়ে নেবে নিজেকে তারই কিছু Tips রইলো আজকের প্রতিবেদনে।
নতুন করে আর কিছু পড়তে না যাওয়াটাই উচিত বলে আমি মনে করি বরং যা পড়েছো এতদিন ধরে আজ খালি একটু ভালো করে ঝালিয়ে নাও, চেষ্টা কর বাংলার রচনা গুলো একবার পরে নেওয়ার প্রশ্ন উত্তর গুলো একটু মনোযোগ দিয়ে পরে নেওয়ার দেখবে উপকৃত হবে, আজকের দিনটা অন্তত একটু হাল্কা খাবার খাবে এমন কিছু খাবে না যার থেকে কোন ধরণের শারীরিক অসুস্থতা তৈরী হয়।
পূর্বের থেকে মাধ্যমিক পরীক্ষার সময় বেশ অনেকটা পরিবর্তন হয়েছে যার ফলে সকালবেলা তোমাদের অনেকটা আগেই বেরোতে হবে তার জন্য চেষ্টা কর আজকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ার যাতে কাল সকালে তাড়াতাড়ি উঠে প্রস্তুতি নিতে পারো, প্রথম দিন অন্তত একঘন্টা আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর চেষ্টা কর, কোথায় তোমার seat পড়েছে সেই জায়গার সাথে familiar হতে একটু সময় লাগে তাই একটু আগে যাওয়াটা প্রয়োজন।
আজকে রাতের মধ্যে Admit card, অন্তত তিনটে নীল পেন, পেন্সিল, স্কেল ও কালো পেন পেন্সিল বক্সে গুছিয়ে নেবে, অঙ্ক পরীক্ষার দিন মনে করে জ্যামিতি বক্স সঙ্গে নেবে মনে রাখবে পরীক্ষা শুধু মাত্র পুঁথি পরে লেখা নয় নিজের শরীর সুস্থ রেখে নিজের সেরাটা দেওয়ার অপর নাম পরীক্ষা অবশ্যই জলের বোতল সঙ্গে নেবে এবং পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে হাল্কা কিছু খেয়ে যাবে, পেটে gas form হলে nervousness থেকে কিন্তু বমি হতে পারে যা একটা সমস্যা তৈরী করতে পারে তাই এই নিয়মগুলো মেনে চলা উচিত বলে আমি মনে করি।
তোমরা খুব ভালো অনুশীলন করেছো একজন শিক্ষক ও তোমাদের পরম আপনজন হিসেবে প্রার্থনা করি তোমরা যেন সফলতার সর্বোচ্চ শিখর স্পর্শ কর, আগামী দিনের পরীক্ষা ও এক নতুন জীবনের জন্য রইল অনেক ভালোবাসা।নিজেদের প্রতি আত্মবিশ্বাস রাখো ফলাফল অবশ্যই ভালো হবে, তোমাদের সুন্দর ভবিষ্যতের জন্য রইলো অনেক স্নেহাশিস।
লেখক : ব্রিলিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক।