কাশিমবাজারে মূর্তি ভাঙা বিজেপির নোংরা ষড়যন্ত্র, সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর হীন চেষ্টা : হাসিবুল ইসলাম
বিশেষ প্রতিনিধি : “কাশিমবাজারের কালী মন্দিরে মূর্তি ভাঙার ঘটনা নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বিজেপির নোংরা রাজনীতির অংশ। বারবার পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত শান্তিপ্রিয় জেলা মুর্শিদাবাদ ও মালদাকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই সাম্প্রদায়িক শক্তি। সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিয়ে রাজ্যের সামাজিক শান্তি বিনষ্ট করাই এদের মূল লক্ষ্য এই মন্তব্য করলেন এসডিপিআই এর রাজ্য সম্পাদক হাসিবুল ইসলাম।
এসডিপিআই এই ঘৃণ্য চক্রান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিজেপির এই নোংরা রাজনীতি কখনো সফল হবে না। আমরা প্রশাসনকে কঠোর হস্তে দোষীদের দমন করার আহ্বান জানাচ্ছি। সময় এসেছে, এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার। যারা ধর্মের নামে অশান্তি ছড়াচ্ছে, তাদের সাথে নূন্যতম আপোষ নয়।
জনগণের কাছে আমাদের দাবি —এই ধরনের উস্কানির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ধর্ম যার যার, কিন্তু দেশ ও রাজ্যের শান্তি-সম্প্রীতি আমাদের সবার। মন্দির, মসজিদে নিরাপত্তার জন্য সিসিটিভি ছাড়াও বিজেপি, আরএসএস-এর নেতা কর্মীদের চিহ্নিত করে রাখুন, যেকোনো সাম্প্রদায়িক পরিস্থিতির তারাই মূল কারিগর।