চন্দনেশ্বরে বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা ও তিন হাফেজদের একইসঙ্গে পাগড়ী প্রদান
বিশেষ প্রতিনিধি : দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গরের চন্দনেশ্বর পাটিকেল পোতা কে সি এস মেমোরিয়াল মাদ্রাসা প্রাঙ্গণে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান মধ্যরাত পর্যন্ত ইসলামিক জলসা ও ইমাম ও বিশিষ্ট শিক্ষাবিদ গুণীজনদের সংবর্ধনা
অনুষ্ঠানের প্রথম দিনেই এলাকার মানুষের স্বাস্থ্যের কথা ভেবে স্বাস্থ্যশিবির চক্ষু ও দন্ত্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো সেই সঙ্গে মাদ্রাসার মধ্যরাত পর্যন্ত চলে এই সভার সভাপতিত্ব করেন ফুরফুরা শরীফের পীরজাদা এইয়া সিদ্দিকী
এদিন এই অনুষ্ঠানের শিক্ষামূলক আলোকপাত করেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ মুন্সি আবুল কাশেম ,উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুর রশিদ ,শিক্ষক আহসানুল্লাহ , আইনজীবী আদম শফি, বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্যর মধ্যে উঠে আসে ইসলামিক শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষার গুরুত্ব দিতে হবে আমাদের সন্তানদের অংক ইংরেজি এবং বিজ্ঞান চর্চাও করতে হবে । সেই সাথে সমাজের হাফেজ মাওলানা পাশাপাশি এই সমাজের প্রয়োজন ডাক্তার মাস্টার উকিল আইনজীবী সেই শিক্ষার দিকেও গ্রামে গ্রামে শিক্ষা সেমিনার করে সমাজকে সচেতন করতে হবে ।