জেলা 

মোস্তফাপুর হাই মাদ্রাসায় নবী দিবস পালন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: বুধবার ৫ই ফেব্রুয়ারি হুগলির কামার কুন্ডুর মোস্তাফাপুর হাই মাদ্রাসার বাৎসরিক বিশ্ব নবী দিবস পালিত হয়। এই উপলক্ষে মাদ্রাসার ছাত্র ছাত্রিদের মধ্যে গজল কেরাত ক্যুইজ ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ওবাইদুর রহমান সাহেব সু চারুভাবে সঞ্চালন করেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না, এস.আই অফিসের প্রতিনিধি অপর্না দাস, মোস্তফপুর জুনিয়র মাদ্রাসার প্রাইমারি বিভাগের প্রধান শিক্ষক সঞ্জীত ঘড়ুই, মদিনা মসজিদের মতোয়াল্লি জামাল মন্ডল, হোস্টেল সুপার মহাঃ মেহতাব,। বক্তারা বক্তব্যে নবিপাক (সঃ)এঁর জীবন আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শবোধের মূর্ত প্রতীক।

Advertisement

আগামী প্রজন্ম যদি নবীর দেখানো পথ অবলম্বন করে তাহলে কখনোই অশান্তির বাতাবরণ তৈরি হবে না।সব ধর্মের মানুষ যেমন চাকরি করেন মাদ্রাসায় তেমন সব ধর্মের ছেলে মেয়েরা পড়াশোনা করে মাদ্রাসায়।এটা অনেকে জানেনা বলে একটা অপপ্রচার চালায়, কিন্তু বাস্তবে তা নয়।দেশ বাসীর কল্যাণ কামনা করেন, মিল্কি মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সাদিকুল্লাহ সাহেব।সভা সমাপ্তি ঘোষণা করা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ