দেশ 

ধর্মান্তকরণ বেআইনি হলেও গুরুতর অপরাধ নয়, জামিন মামলায় বলল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বেআইনিভাবে ধর্মান্তরিত করা এক ধরনের অপরাধ তবে সেটা কোন ধর্ষণের মতো গুরুতর অপরাধ নয়, এক জামিন মামলায় একথা বলল দেশের শীর্ষ আদালত।

এক মানসিক ভারসাম্যহীন যুবকের ধর্মান্তরকরণ নিয়ে মামলা চলছিল উত্তরপ্রদেশের নিম্ন আদালতে। সেখানে জামিন পাননি তিনি। পরে অভিযুক্ত জামিন চেয়ে ইলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন। সেখানেই তাঁর আবেদন খারিজ হয়ে যায়। শেষে সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ অভিযুক্তকে জামিন দিয়েছে।

Advertisement

আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে, কী কারণে অভিযুক্তকে জামিন দেওয়া হয়নি, তা নিয়ে ইলাহাবাদ হাই কোর্টের সিদ্ধান্তেরও সমালোচনা করে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ। সুপ্রিম কোর্ট জানিয়েছে, হাই কোর্টে জামিনের আবেদন নাকচ করার জন্য তেমন কোনও যুক্তিসঙ্গত কারণ ছিল না। এটি খুন, ডাকাতি বা ধর্ষণের মতো গুরুতর কোনও অপরাধ নয়। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, হাই কোর্টের উচিত ছিল জামিনের প্রসঙ্গে নিজস্ব বিচক্ষণতা দিয়ে বিবেচনা করা।

নিম্ন আদালতের প্রসঙ্গও উঠে আসে শীর্ষ আদালতের শুনানিতে। সুপ্রিম কোর্ট বলেছে, “আমরা বুঝতে পারছি কেন ট্রায়াল কোর্ট জামিনের আবেদন খারিজ করেছে। তারা খুব কমই জামিন দেওয়ার সাহস দেখায়, তা সে অপরাধই হোক না কেন। কিন্তু অন্তত হাইকোর্টের কাছে সাহস দেখানো এবং বিচক্ষণতা প্রয়োগ করা প্রত্যাশিত ছিল।” দুই বিচারপতির বেঞ্চ জানায়, প্রতি বছর অনেক সম্মেলন, সেমিনার, কর্মশালা আয়োজিত হচ্ছে। এগুলির উদ্দেশ্য হল, যাতে বিচারকেরা জামিনের আবেদন বিবেচনা করার সময় নিজেদের বিচক্ষণতা প্রয়োগ করতে পারেন। বিচারকেরা যাতে সিআরপিসির ৪৩৯ ধারা বা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ৪৮৩ ধারার বিষয়ে অবগত থাকেন, তা বোঝানো হচ্ছে। এই ধরনের মামলাগুলির ক্ষেত্রে নিম্ন আদালতে জামিন আবেদন খারিজ হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে বলেও মনে করছে সুপ্রিম কোর্ট।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ