আন্তর্জাতিক 

১০ টি শ্রমিক সংগঠনের ডাকা দুদিনের ধর্মঘটকে সমর্থন দিল আন্তর্জাতিক শ্রমিক সংগঠন , এতে নৈতিক জয় দেখছে ধর্মঘটী সংগঠনগুলি

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বামপন্থী শ্রমিক-কর্মচারী সংগঠনের ডাকা দু’দিনের দেশব্যাপী ধর্মঘটকে  সমর্থন করে বিবৃতি দিল ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন (ডব্লিউএফটিইউ)। এর ফলে দুদিনে ডাকা শ্রমিক সংগঠনের এই ধর্মঘট আন্তর্জাতিক সমর্নথ পেয়ে গেল । একই সঙ্গে ধর্মঘটকে সমর্থন জানিয়েছে ডানপন্থী কয়েকটি সংগঠন। একই ভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং একাধিক কৃষক সংগঠনও জানিয়ে দিয়েছে, ওই দু-দিন তারাও ধর্মঘটে শামিল হবে।

বিশ্বের পাঁচটি মহাদেশের ১৩০টি দেশের কয়েকশো শ্রমিক সংগঠনে যৌথ মঞ্চ এই ডব্লিউএফটিইউ। ১৯৪৫ সালে গড়ে ওঠা এই মঞ্চের প্রধান কার্যালয় গ্রিসের এথেন্সে। মঞ্চ জানিয়েছে, ১০টি ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী দু-দিনের ধর্মঘটকে তারা সমর্থন জানাচ্ছে। এই ধর্মঘট হয়ে উঠতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের জন-বিরোধী নীতির বিরুদ্ধে তৃতীয় বৃহত্তম ধর্মঘট।

Advertisement

স্বাভাবিক ভাবেই আন্তর্জাতিক স্তরে এহেন স্বীকৃতি এবং সমর্থনে ধর্মঘটে নামার আগেই জয়ের চিহ্ন দেখতে পাচ্ছেন বাম নেতৃত্ব। সিপিএমের এক নেতা বলেন, মোদীর একটার পর একটা জনবিরোধী নীতি কী ভাবে দেশের সাধারণ মানুষকে গ্রাস করছে, তা তাঁরা নিজেরাই উপলব্ধি করছেন। তবে একটা রাষ্ট্রের শাসকের অপশাসন নিয়ে যে আন্তর্জাতিক স্তরেও এ ভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে, এটাই উল্লেখ্যণীয়।

উল্লেখ্য, গত শনিবার ইন্ডিয়ান ব্যাঙ্ক’স অ্যাসোসিয়েশন (আইবিএ)-কে দুই ব্যাঙ্ক কর্মচারী সংগঠন ইউনিয়ন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ‌) এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া (বেফি) জানিয়েছে তারাও ধর্মঘটে অংশ নেবে।  একই ভাবে ওই ধর্মঘটে শামিল হওয়ার কথা ঘোষণা করেছে অল ইন্ডিয়া কিষানসভা (এআইকেএস) এবং ভূমি অধিকার আন্দোলন-সহ বেশ কয়েকটি কৃষক সংগঠন।

 


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 3 =