আন্তর্জাতিক 

বাংলাদেশকে সাহায্য বন্ধ করলো আমেরিকা, গভীর সংকটে ইউনুস সরকার

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও মিশর ছাড়া আন্তর্জাতিক সব দেশকে সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে বহুমুখী সমস্যার মধ্যে পড়তে হবে অনেক দেশকে এ নিয়ে কোন সন্দেহ নেই। যে সকল দেশ আমেরিকার কাছ থেকে সাহায্য পায় তারা যে বড় সংকটে পড়বে তা এখন থেকে বলে দেওয়া যায়। মার্কিন প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক সাহায্য বন্ধ করার এর পেছনে রয়েছে আর্থিক মন্দা। আর ক্ষেত্রে আন্তর্জাতিক রাজ্য থেকে বঞ্চিত হবে প্রতিবেশী দেশ বাংলাদেশ।

বাংলাদেশে অনুদান বন্ধ করল`আমেরিকা। এমনই দাবি করা হল রিপোর্টে। বাংলাদেশি সংবাদ মাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা USAID বাংলাদেশে তাদের সব প্রকল্পের কাজ বন্ধের জন্যে নির্দেশিকা জারি করেছে। এই মর্মে বিভিন্ন প্রকল্পের পার্টনারদের কাছে নাকি USAID-এর তরফ থেকে চিঠি গিয়েছে।

Advertisement

এমনিতেই আমেরিকায় একটি সরকারের বদল ঘটলে আমলাদের বদলির ঘটনা স্বাভাবিক। তবে এই বার্নিকাটকে বদলির নেপথ্যে অনেক কূটনৈতিক বিশেষজ্ঞই একটি ‘বার্তা’ খুঁজে বেড়াচ্ছেন। উল্লেখ্য, এর আগে হাসিনা সরকারের সঙ্গে বাইডেন প্রশাসনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। হাসিনা বারবার আমেরিকার দিকে আঙুল তুলেছিলেন। এদিকে হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের সরকারের মাথায় বসেছেন ‘ক্লিনটন ঘনিষ্ঠ’ ইউনুস। আর এই আবহে অনেকেরই ধারণা, বাংলাদেশে পালাবদলের নপথ্যে হাত ছিল আমেরিকার। যদিও আমেরিকা সেই কথা স্বীকার করে না। সম্প্রতি বাইডেন প্রশাসনে নিরাপত্তা উপদেষ্টা পদে থাকা জেক সালিভানও ভারত সফর শেষে দাবি করেছিলেন, দিল্লির সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছে যে ভারত মনে করে না যে ঢাকার ঘটনায় ওয়াশিংটনের হাত রয়েছে। এই জটিলতার মাঝেই আমেরিকার বাংলাদেশ নীতি নির্ধারকের পদ থেকে অপসারিত হন বার্নিকাট।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ