দিল্লি বিধানসভা নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন হচ্ছে গুজরাট পুলিশ, তীব্র ক্ষোভ প্রকাশ করলেন অরবিন্দ কেজরিওয়াল
বিশেষ প্রতিনিধি : দিল্লি বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে গুজরাট সহ একাধিক রাজ্যের পুলিশ বাহিনীকে কেন্দ্রীয় বাহিনীকে বাদ দিয়ে। যা নিয়ে এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।তিনি অভিযোগ করেছেন একদিন আগেই তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পাঞ্জাব পুলিশের কর্মীদের প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল কমিশন। অথচ সেই কমিশনই এবার দিল্লির ভোটের জন্য বিজেপি শাসিত রাজ্য থেকে পুলিশ আনছে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে দিল্লির ভোটে ভিনরাজ্য থেকে ৭০ কোম্পানি পুলিশ এনে মোতায়েন করা হচ্ছে। এর একটা বড় অংশ আসবে গুজরাট থেকে। গুজরাট থেকে আসা পুলিশকর্মীদের পেট্রলিং, খানাতল্লাশি এবং ইভিএমের নিরাপত্তায় ব্যবহার করা হবে। যা নিয়ে এবার ক্ষুব্ধ আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আপ সুপ্রিমোর প্রশ্ন, দিল্লিতে হচ্ছেটা কী? পাঞ্জাব পুলিশকে সরিয়ে দেওয়া হলে গুজরাট পুলিশ কেন ব্যবহার করা হচ্ছে?
বিধানসভা ভোটের দিন দশেক আগে নির্বাচন কমিশন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহারে নির্দেশ দিয়েছে পাঞ্জাব পুলিশকে। আসলে রাজধানীর নিরাপত্তা সরাসরি নিয়ন্ত্রিত হয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে। ভালো করে বলতে গেলে কেজরিওয়ালের নিরাপত্তার দায়িত্ব অমিত শাহর দফতরের। কিন্তু বিজেপির উপর ভরসা করতে না পেরে পাশের রাজ্য পাঞ্জাবের আপ সরকার কেজরিওয়ালকে বাড়তি নিরাপত্তা দিত। কিন্তু দিল্লি পুলিশ এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানায়। তারপরই কমিশন কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দেয়।
আপের প্রশ্ন, ভিনরাজ্যের পুলিশ রাখা যাবে না, এই অজুহাতে যদি পাঞ্জাব পুলিশকে কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়, তাহলে গুজরাট পুলিশ দিল্লির ভোটে কেন? কমিশন সূত্র অবশ্য বলছে, এটা রুটিন প্রক্রিয়া। সব রাজ্যের ভোটেই কমবেশি ভিনরাজ্যের পুলিশ ব্যবহার করা হয়।