পাঁচলা আজীম মোয়াজ্জম উচ্চ বিদ্যালয়ে হস্ত শিল্প মেলা
বিশেষ প্রতিনিধি : হাওড়া পাঁচলা আজীম মোয়াজ্জম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের নিজ হাতে তৈরি হস্ত শিল্প নিয়ে এক অভিনব শিল্প মেলা অনুষ্ঠিত হল।
এই মেলার উদ্বোধন করেন জেলা।পরিষদ সদস্য শেখ আলাকাস মুরশেদ বাবু।উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মোহাম্মদ গোলাম মোর্ত্তজা ও স্থানীয় বহু বিশিষ্ট ব্যক্তিগণ।
এদিন এই মেলা উদ্বোধন করে আলাকাস মুরশেদ সাহেব বলেন আমরা অত্যন্ত উৎফুল্লিত আমাদের সাধারণ বাড়ির ছাত্র ছাত্রীদের মধ্যে সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে আমাদের মাননীযা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রয়াসের জন্য ধন্যবাদ জানাই ।
ছাত্র ছাত্রীদের সৃষ্টিশীল এমন কর্মের দেখে আমি অভিভূত।আগামীদিনে আরো বড় আকারে কি ভাবে করা যায় তার জন্য সমস্ত সহযোগিতা করব।
বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক এস এম শামসুদ্দিন সাহেব বলেন ছাত্র ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এমন প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ।ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ ও সৃষ্টিশীল কর্ম দেখে আমরা অভিভূত।
আমাদের বিদ্যালয়ের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ছাত্র ছাত্রীদের মধ্যে যে আগ্রহ সৃষ্টি হয়েছে সেটা অভাবনীয়।
আমরা আগামী সোমবার খাদ্য মেলা করব।ছাত্র ছাত্রীদের নিজ হাতে তৈরি খাদ্য নিয়ে আসবে ক্রেতা ও বিক্রেতা উভয়েই ছাত্র ছাত্রী ।
পরিচালন সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ গোলাম মোর্ত্তজা বলেন ছাত্র ছাত্রীদের মধ্যে শিল্প ও খাদ্য মেলা নিয়ে বিশেষ আগ্রহ দেখা আমি অভিভূত।এরজন্য আমি শিক্ষক শিক্ষিকা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম শামসুদ্দিন সাহেবকে শ্রী রমেন চন্দ্র পাত্র ,তন্দ্রা ব্যাগ ,ইন্দ্রানীর ম্যাডাম ও শিক্ষক অমিত চক্রবর্তী কে অসংখ্য ধন্যবাদ জানাই ।
এই মেলা নিয়ে সমস্ত স্টাফ ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়।