ডাঃ মমতাজ সংঘমিতার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ
বিশেষ প্রতিনিধি: প্রখ্যাত চিকিৎসক ও কলকাতা মেডিকেল কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক ডা মমতাজ সংঘমিতার প্রথম কাব্যগ্রন্থ তুলিতে মমতাজ সংঘমিতা প্রকাশিত হলো শনিবার ২৫ শে জানুয়ারি কলকাতার প্রেস ক্লাবে। এই কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে কথা ও কাহিনী প্রকাশনা সংস্থা। কথা ও কাহিনী প্রকাশনা সংস্থা মূলত পাঠ্যপুস্তক প্রকাশ করে থাকে। বিভিন্ন সহায়িকা পুস্তকও প্রকাশ করে থাকে। এবার তারা সাহিত্য জগতে প্রবেশ করলো বলে দাবি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। কলকাতা প্রেস ক্লাবে এদিন কুড়িটি সাহিত্য সংক্রান্ত বইয়ের প্রকাশ হয়।
প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ উপলক্ষে বিশিষ্ট চিকিৎসক ও কলকাতা মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ডাক্তার মমতাজ সংঘমিতা প্রেসক্লাবে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন নিছকই অভ্যাসবশত কবিতা লিখতে শুরু করি। কোনদিন বই আকারে তা প্রকাশিত হবে এটা ভেবে দেখিনি। কিন্তু কথা ও কাহিনী সংস্থার পক্ষ থেকে আমাকে সুযোগ করে দিয়েছেন এদের পরিচালক ঋতুপর্ণা পাত্র।
এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট আবৃত্তিকার সতীনাথ মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজন প্রথম সারির কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। কলকাতা আন্তজার্তিক বইমেলার কথা ও কাহিনী প্রকাশনা সংস্থার স্টলে আজ শনিবার প্রকাশিত সব বইগুলি পাওয়া যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।