জেলা 

ওবিসি বাতিল ও ওয়াকফ বিলের বিরুদ্ধে ওবিসি সংরক্ষন মঞ্চের সমাবেশ খয়রামারিতে

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : গতকাল শুক্রবার ওবিসি সংরক্ষন মঞ্চের উদ্যোগে সাগরপাড়া থানার খয়রামারি খালপাড়া ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় খারিজি মাদ্রাসা শিক্ষা এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে মিডিয়া ও কিছু রাজনৈতিক দলের ধারাবাহিক অপপ্রচার, ওবিসি সার্টিফিকেট বাতিলের ষড়যন্ত্র, এবং ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত বিতর্কিত বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।

সভায় বক্তারা অভিযোগ করেন যে, মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নকে টার্গেট করে বিভেদমূলক পরিবেশ তৈরি করার অপচেষ্টা চলছে। পাশাপাশি ওবিসি সার্টিফিকেট বাতিলের মাধ্যমে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে।

Advertisement

উল্লেখযোগ্য বক্তারা ছিলেন— এসডিপিআই-এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, জমিয়াতে আহলে হাদিসের প্রাক্তণ রাজ্য সম্পাদক, বর্তমান মুখপাত্র আলমগীর সর্দার, লেখক ও গবেষক মানিক ফকির প্রভৃতি, এপিডিআর এর জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী,ওয়েলফেয়ার পার্টির জেলা সম্পাদক গোলাম কিবরিয়া সরকার, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলীম লীগের নেতা মোঃ সালাউদ্দিন ,আবুল হোসেন মোল্লা আইএসএফ সহ অন্যান্য নেতৃত্ব।

বক্তারা বলেন, “সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক আক্রমণ বন্ধ করতে হবে। মাদ্রাসা শিক্ষার বিরোধিতা এবং মিডিয়ার অপপ্রচার বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে আমরা বাধ্য হব।”

সভায় বক্তারা দাবি করেন:

১. মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে মিথ্যা প্রচার বন্ধ করতে হবে।

২. সংখ্যালঘুদের ওবিসি সার্টিফিকেট বাতিলের প্রক্রিয়া অবিলম্বে থামাতে হবে।

৩. ওয়াকফ সম্পত্তি সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

৪. বিজেপি নেতাদের সাম্প্রদায়িক ভাষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

আজকের সভায় উপস্থিত জনসাধারণের বিপুল সাড়া থেকে বোঝা যায়, এই আন্দোলন শুধু সংখ্যালঘুদেরই নয়, সামগ্রিক সামাজিক ন্যায়বিচারের দাবি। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দাবি মেনে নেওয়া না হয়, তবে জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ