তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি,এবার বজবজে
বিশেষ প্রতিনিধি : তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের বজবজে দিনে দুপুরে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল আততায়ীরা। আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণ মণ্ডল নামে ওই তৃণমূলকর্মীকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা গুলি চালাল জানতে তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে বজবজ ২ নম্বর ব্লকে ডোঙ্গারিয়ার দক্ষিণ রায়পুর এলাকায় শনিবার বেলা ১১টা নাগাদ তৃণমূল কর্মী কৃষ্ণ মণ্ডল গুলিবিদ্ধ হন। মোটরসাইকেলে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। গুলি লাগে কৃষ্ণ মণ্ডলের বুকে ও পেটে। গুলি লাগতেই পড়ে যান তিনি। এর পর পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে। নোদাখালি থানা থেকে কিলোমিটার খানেক দূরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিষেকের খাসতালুকে দিনে দুপুরে তৃণমূলকর্মী গুলিবিদ্ধ হওয়ায় উঠছে একাধিক প্রশ্ন।
ব্যক্তিগত শত্রুতা না রাজনৈতিক চক্রান্ত, কী কারণে গুলি তা জানতে তদন্ত শুরু করেছে নোদাখালি থানার পুলিশ। ঘটনাস্থল ইতিমধ্যে ঘিরে ফেলেছে তারা। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীদের সনাক্ত করার চেষ্টা চলছে। বজবজ – নোদাখালি এলাকায় কোনও বিরোধী দলের অস্তিত্ব নেই বললেই চলে। সেখানেই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মুখে কুলুর এঁটেছে পুলিশ। পরিবারের তরফে জানা গিয়েছে, কৃষ্ণ মণ্ডলের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। দ্রুত অস্ত্রোপচার করে তাঁর দেহ থেকে গুলি বার করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।