শ্যামসুন্দর পাটনা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী উদযাপন
বিশেষ প্রতিনিধি : পূর্ব মেদিনীপুর জেলার শ্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ )–এর ৭৪ তম প্রতিষ্ঠা দিবস ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৯ তম জন্ম জয়ন্তী উদযাপন হয়ে গেল গত ২৩ জানুয়ারি।বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়ে গেল ওই দিন বিদ্যালয়ের হরিসাধন পাহাড়ী স্মৃতি মঞ্চে বিশেষ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। সকালে বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রবীন শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল।
বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ গোলাম মোস্তফা। দুপুরে হরিসাধন পাহাড়ী স্মৃতি মঞ্চে প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক শীতলচন্দ্র মাইতি। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালন সমিতির প্রাক্তন সম্পাদক কার্তিক চন্দ্র গোজ। শুরুতে স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শুভংকর দত্ত। অনুষ্ঠানে ” আজকের দিনে “নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রাসংগিকতা ও পাঁশকুড়া-খড়গপুরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর আগমন” শীর্ষক বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক মানসকুমার দাস, শিক্ষক মৃনাল সুন্দর পাত্র প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা “বিসারী” প্রকাশিত হয়।
এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি মানস কুমার দাস। বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, উন্নয়ন, আগামী বছর বিদ্যালয়ের ৭৫ বর্ষপূর্তি উৎসবকে সফল করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ গোলাম মোস্তফা। সমগ্ৰ অনুষ্ঠানটি শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রীদের সংগীত,নৃত্য,আবৃত্তিকথায়,আলোচনায় অনন্য হয়ে ওঠে। সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক রনজিৎ কুমার অধিকারী ও শিক্ষিকা মৌমিতা মান্না।