কলকাতা 

বঙ্গ কৃতি সম্মাননা পেল সবুজ বার্তার সম্পাদক রহমতুল্লাহ

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি,কলকাতা:শনিবার কলকাতা রবীন্দ্র তীর্থে অনুষ্ঠিত হলো মেগা অনুষ্ঠান বঙ্গ কৃতি সম্মান সিজেন টু। অভিনেত্রী পায়েল সরকার অর্গানাইজেশনের প্রযোজনায় বাংলার সব থেকে বড় অ্যাওয়ার্ড সম্মান” বঙ্গ কৃর্তি সম্মান ২০২৪” পেলো প্রায় শতাধিক মানুষ, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে বেরকরা নানা অবদানের জন্য তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়, সেই সঙ্গে বিশেষ অতিথিদের বঙ্গ কৃতি অনন্য সম্মাননা তুলে দেন অভিনেত্রী পায়েল সরকার।

এদিন মুর্শিদাবাদের সাগরদিঘীর দুই বন্ধু সঞ্জীব দাস ও রহমতুল্লার হাতেও এই সম্মাননা তুলে দেন।

Advertisement

এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী, টলি অভিনত্রী নুসরাত জাহান, প্রিয়াঙ্কা সরকার, মাধবী মুখার্জী, জোজো মুখার্জী, রাহুল মুখার্জী, পরান বন্দ্যোপাধ্যায়, কোহিনুর মজুমদার, দেবাশীষ কুমার সহ ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিভাবান সমস্ত শিল্পী ও পলিটিক্যাল জগতের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং পুলিশ কমিশনার !

সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন সোহেল সরকার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ