Weather Report: নিম্নচাপের প্রভাব কাটার পর শীত পড়বে কবে? কি বলছে আবহাওয়া দফতর? আদৌ কী শীত পড়বে!
বাংলার জনরব ডেস্ক : ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাবে শনিবার এমনকি রবিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ পাশ্ববর্তী এলাকায়। এর ফলে ঠান্ডা হাওয়া দিলেও তাপমাত্রায় তেমন কোনও হেরফের হয়নি বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। তাই ডিসেম্বর শুরুতেই জাঁকিয়ে শীত পড়ছে না এরাজ্যে।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় ফেঙ্গল। যার প্রভাবে আর্দ্রতা ও তাপমাত্রা খানিকটা বেড়ে যায় রাজ্যের কয়েকটি জেলায়। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২২-এর ঘরে পৌঁছয়। স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি।

সোমবার সকাল থেকে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় ঝকঝকে রোদের দেখা মিলেছে। বৃষ্টির ভ্রুকুটি নেই সেভাবে কোথাও। তবে, সোমবার-মঙ্গলবার তাপমাত্রা আরও নামার তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানাল আলিপুর। জাঁকিয়ে শীতও এ সপ্তাহে নয়।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পারদ নামবে। এই সপ্তাহের শেষ থেকেই ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। জাঁকিয়ে শীত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই। ওই সময় রাজ্যের প্রায় সব জেলাই শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।
সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে পশ্চিম মেদিনাপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। উত্তরবঙ্গেও কুয়াশা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। যা বেলা বাড়ার সঙ্গে কমে যাবে।
আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে রাজ্যের পশ্চিমদিকের জেলাগুলিতে শীত বেশি অনুভূত হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই।