পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদবকে ফের খুনের হুমকি, বিশ্নোই গ্যাংয়ের!
বাংলার জনরব ডেস্ক : বিহারের পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদবকে ফের খুনের হুমকি দিল বিষ্ণুই গ্যাং। এটা নিয়ে মোট ১৮ বার তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে সাংবাদে প্রকাশ। সাংসদের হোয়াটসঅ্যাপে এই বার্তা এসেছে।সেখানে প্রেরক নিজেকে গ্যাংস্টার লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছেন। সেই বার্তায় প্রেরক স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘‘আজই আপনার জীবনের শেষ দিন। উপভোগ করে নিন। ২৪ ঘণ্টার মধ্যে খুন করা হবে!’’ মাস খানেকের মধ্যে এই নিয়ে ১৮ বার খুনের হুমকি পেলেন পাপ্পু। যদিও এই হুমকিতে পাত্তা দিতে নারাজ তিনি।শনিবার রাতে পূর্ণিয়ার সাংসদের হোয়াট্সঅ্যাপে একটি বার্তা পাঠানো হয়। সেই বার্তায় দাবি করা হয়েছে, বিশ্নোই গ্যাংয়ের সদস্যেরা সাংসদের খুব কাছে পৌঁছে গিয়েছেন। তাঁর নিরাপত্তারক্ষীরাও তাঁকে বাঁচাতে পারবেন না। হুমকিবার্তার সঙ্গে একটি সাত সেকেন্ডের বিস্ফোরণের ভিডিয়োও পাঠানো হয়েছে।
যদিও এই হুমকি কে পাত্তা দিতে নারাজ পাপ্পু যাদব। তবুও তিনি বলেছেন আমি একজন সাংসদ তাই সংসদে নিরাপত্তা দেয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের আইবি এবং RAW কেন বিষয়টিকে খতিয়ে দেখছে না। তাঁর কথায়, ‘‘এই তদন্তের দায়িত্ব আইবি এবং র-এর উপর। সরকারের অবশ্যই তদন্তের ব্যাপারে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।’’ কেন তিনি এত ঘন ঘন হুমকি পাচ্ছেন, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের জবাব চেয়েছেন পূর্ণিয়ার নির্দলীয় সাংসদ। তবে শনিবারের হুমকিবার্তা নিয়ে এখনও পর্যন্ত তিনি কোনও এফআইআর করেননি। তবে পূর্ণিয়ার পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।


