Maharashtra CM : মহারাষ্ট্রের কুরশীতে আরএসএস মনোনীত দেবেন্দ্র ফডণবীসই
বাংলার জনরব ডেস্ক : দেবেন্দ্র ফডণবীসই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন আগামী ৫ ডিসেম্বর। ইতি মধ্যে বিজেপির এই নাম চূড়ান্ত করে ফেলেছে। আরএসএসও দেবেন্দ্র ফডণবীসকেই মুখ্যমন্ত্রী করতে চায়। ফলে বিজেপি দেবেন্দ্র ফডণবীস ছাড়া অন্য কোনো নাম ঠিক করতে পারবে না। যদিও আজ শুক্রবার এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানা গেছে।
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে বিজেপি-শিন্ডেসেনা-এনসিপি (অজিত পওয়ার) জোট ‘মহাজুটি’। তার পর থেকেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন, তা নিয়ে শুরু হয় জল্পনা। বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। বিজেপির তরফে ওই বৈঠককে ‘ইতিবাচক’ বলে দাবি করা হলেও সেখান থেকে ফিরে সোজা সাতারায় গ্রামের বাড়িতে চলে যান শিন্ডে। দু’দিন থাকেন ‘আড়ালে’। ফলে জল্পনা আরও বাড়ে। ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রীর পদ না-ছাড়ার ব্যাপারে অনড় ছিলেন শিন্ডে। তবে শেষ পর্যন্ত তাঁকে বিজেপির সিদ্ধান্ত মেনে নিতে হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির ওই শীর্ষ নেতা রবিবার বলেছেন, ‘‘মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ফডণবীসের নাম চূড়ান্ত করা হয়েছে। বিজেপির পরিষদীয় দলের বৈঠক ২ বা ৩ ডিসেম্বর হবে।’’
রবিবার সাতারা থেকে মুম্বইতে ফিরেছেন শিন্ডে। জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সোমবারই। আলোচনা চলছে। তবে এ বিষয়ে বিজেপির সিদ্ধান্তকে সমর্থন করবেন বলেই জানিয়েছেন তিনি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিলেও নিজের পুত্রের জন্য উপমুখ্যমন্ত্রীর জায়গা পাকা করে ফেলেছেন শিন্ডে। ‘মহাজুটি’র আর এক শরিক এনসিপি নেতা অজিতও এর আগে জানিয়েছিলেন, বিজেপির কোনও নেতাই মুখ্যমন্ত্রী হচ্ছেন মহারাষ্ট্রে। তবে বাকি দুই শরিক দল পাবে উপমুখ্যমন্ত্রীর পদ।
মুখ্যমন্ত্রী পদ নিয়ে টানাপড়েনের মাঝেই শনিবার কার্যত একতরফা ভাবে বিজেপি ঘোষণা করে দিয়েছে ওই পদে শপথের দিনক্ষণ। মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে জানান, আগামী ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় মুম্বইয়ের আজ়াদ ময়দানে নতুন মুখ্যমন্ত্রী শপথগ্রহণ করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রথম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন ফডণবীস। ২০১৯ সালে বিজেপি এবং এনসিপি জোটের মুখ হিসাবে আবার তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু ২৩ নভেম্বর শপথ নেওয়ার পাঁচ দিনের মাথায় রদবদল ঘটে যায়। মুখ্যমন্ত্রী পদে বসেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। যদিও তাঁর দল মসনদে পাঁচ বছর সম্পূর্ণ করতে পারেনি। ২০২২ সালে আবার পালাবদল ঘটে মরাঠা রাজনীতিতে। শিবসেনা ভেঙে যায়। একনাথ শিন্ডের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। এ বছর বিধানসভা ভোটে মহারাষ্ট্রের ২৮৮টি আসনের মধ্যে ক্ষমতাসীন জোটের তিন দল— বিজেপি, শিন্ডেসেনা এবং এনসিপি (অজিত) যথাক্রমে ১৩২, ৫৭ এবং ৪১টি আসনে জিতেছে। তার পরেই কুর্সিতে ‘কামব্যাক’ করতে চলেছেন ফডণবীস।