বাংলায় মমতা ও অভিষেক এর তৃণমূল পরিবার ৯০% রক্তের যোগান অব্যাহত রেখেছে : আবু তালেব মোল্লা
মতিয়ার রহমান :মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আদর্শ,মানবিক চেতনা বোধ, অনুপ্রেরণা এবং উৎসাহকে পাথেয় করে প্রতি বছরের ন্যায় এ বছর ও মহেশতলা পৌরসভার ভাইস চেয়ারম্যান আবু তালেব মোল্লার আন্তরিক প্রচেষ্টায় ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দের ঐকান্তিক মানবিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে ২৫ শে নভেম্বর সোমবার আকড়া নাতপাড়ার তাজ ভিলায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদানের এক মহৎ উৎসব ।
এই মহতী উৎসবে রক্তদাতাদের উৎসাহ দিতে এবং তাদের মহৎ দান ও আত্মোৎসর্গকে সম্মান স্বীকৃতি জানাতে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা অধ্যাপক মুকুল মন্ডল, প্রাক্তন কাউন্সিলর রাজিয়া বেগম, শিক্ষক মতিয়ার রহমান, আকড়া হাই মাদ্রাসার পরিচালন কমিটির সম্পাদক শফিক আহমেদ মোল্লা ও সভাপতি সাবির আলী মোল্লা ও আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগত রক্ত দাতাদের উৎসাহ জোগাতে ভাইস চেয়ারম্যান আবু তালেব মোল্লা বলেন, রক্ত কারখানা হাসপাতাল কিংবা ল্যাবরেটরিতে তৈরি হয় না। মানুষের শরীরেই রয়েছে রক্তের ফ্যাক্টরি। এটা সৃষ্টিকর্তার দান।
কারণ আমরা রক্তদান করলেও আমাদের শরীরে রক্তের ঘাটতি বা কম হয় না। মানব সেবার এই মহৎ কর্মযজ্ঞে একমাত্র মানুষই পারে মানুষের জীবন বাঁচাতে। নিশ্চয়ই বিগত দিনগুলোতে আমরা মানুষকে সচেতন করতে পেরেছি বলেই আজ ২১৮ জন ব্যক্তি তাদের মূল্যবান রক্ত দান করেছে। মুকুল মন্ডল বলেন পৃথিবীর সবচেয়ে ধনী দেশ আমেরিকায় রক্তদান শিবির হয় না কিন্তু আমাদের দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রক্তদান এক মহৎ উৎসবে পরিগণিত হয়েছে সকল ভারতবাসীর আন্তরিক প্রচেষ্টা এবং মানবিক চেতনা বোধ থেকে।
এইদিক থেকে দেখলে আমরা মন ও মানসিকতা উদার ও ধনী। শিক্ষক মতিউর রহমান বলেন প্রত্যেক মানুষ এই পৃথিবীতে কিছু না কিছু দান করতে পারে। অর্থ সম্পদ, সময়, ভালো ধারণা, সেবা এবং অপরকে দানের জন্য উদ্বুদ্ধ করা ও এক ধরনের দান। আর এইসব দানের চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উৎকৃষ্টতর দান হলো রক্তদান। শফিক আহমেদ মোল্লা যিনি গোল্ডেন নামে সকলের পরিচিত তিনি বলেন আগামী দিনে ভাইস চেয়ারম্যানের পাশে থেকে এই ধরনের সেবামূলক কর্মকান্ড যাতে আরো বেশি বেশি বিস্তার লাভ করে সেদিকে আমরা আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব কারণ আমরা বিশ্বাস করি মানব সেবায় মহৎ ধর্ম।