জেলা 

সুন্দরবন আল মানার মিশনে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হলো রবিবার

শেয়ার করুন

সুন্দরবন আল মানার মিশনের নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল গতকাল অর্থাৎ ২৪ শে নভেম্বর। প্রায় ১০০ জন ছাত্রছাত্রী প্রবেশিকা পরীক্ষায় উপস্থিত ছিল। এখানে বয়েজ এবং গার্লস আলাদা ক্যাম্পাসের সু ব্যবস্থা রয়েছে। আল মানার মিশন স্কুল, জিডি স্টাডি সার্কেলের অনুমোদন প্রাপ্ত এবং এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী এবং দ্বীন ইসলামের বুনিয়াদি শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেওয়া হয়ে থাকে। আবাসিক এবং অনাবাসিক দুই মাধ্যমেই ছাত্র-ছাত্রীদের উপযুক্ত শিক্ষা দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে সুন্দরবন আল মানার মিশন। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন-পাঠনের মাধ্যমে সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলা সুপরিকাঠামোগত ব্যবস্থা রয়েছে আলমানার মিশনে।

পুঁথিগত শিক্ষার পাশাপাশি এখানে ইসলামের বুনিয়াদি শিক্ষা, নামাজ, কোরআন হাদিসের শরীয়াতের বিধান শেখানো হয়। নিরাপত্তার স্বার্থে সম্পূর্ণ ক্যাম্পাস চত্বর সিসিটিভির আওতায়। সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের চিকিৎসার স্বার্থে মিশনের মধ্যে হসপিটাল এবং ফার্মাসির সু বন্দোবস্ত রয়েছে।

Advertisement

অনেকেরই স্বপ্ন থাকে মিশন স্কুল থেকে পড়াশোনা করা কিন্তু কখনো তা সাধ্যের মধ্যে হয় না সে কারণেই স্বপ্ন অধরাই থেকে যায়। তবে সেই দুঃস্থ গরিব সন্তানদের স্বপ্ন গড়ার লক্ষ্যে আলমানার মিশন বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে। তবে আর দেরি কিসের ? যদি আপনি চান আপনার সন্তানকে সুন্দর পরিবেশে অভিজ্ঞ শিক্ষক দ্বারা সুপরিকাঠামোগত শিক্ষায় শিক্ষিত করে আগামীর কান্ডারী হিসেবে গড়ে তুলতে তবে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে-

আমাদের ঠিকানা হল দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার অন্তর্গত নির্দেশখালি। আলমানার মিশন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ