জেলা 

TMC মেলা কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে বচসা থেকে হাতাহাতি ঝরলো রক্ত দাঁড়িয়ে দেখলেন সাংসদ দেব, অস্বস্তিতে শাসক দল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মেলার কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূলের দুইগোষ্ঠীর প্রকাশ্য কোন্দলে হাতাহাতি থেকে মারামারি সবই ঘটে গেল ঘাটালে। আর ঘটনার সাক্ষী হয়ে রইলেন বিশিষ্ট অভিনেতা ও ঘাটাল লোকসভার সাংসদ দেব। দেবের সামনে রক্তাক্ত হতে হল তৃণমূল কর্মীদের অসহায়ের মতো দাঁড়িয়ে দেখলেন ঘাটাল এলাকার সাংসদ। ২ গোষ্ঠীর অশান্তি যে এই পর্যায়ে যেতে পারে সেটা আগে থেকে বুঝতে  পারেননি বিশিষ্ট এই অভিনেতা।

রবিবার ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে মেলার কমিটি গঠন নিয়ে প্রস্তুতি বৈঠক ছিল। সেই বৈঠকে হাজির হন সাংসদ দেব। তাঁর উপস্থিতিতে তৃণমূলের দুই পক্ষের মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ, প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলুই আগেই কমিটি তৈরি করে নিয়েছিলেন। সেই কমিটির মাথায় তিনিই। কিন্তু দেব বৈঠকে যেতেই কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। সূত্রের খবর, শঙ্করের কমিটি মানতে নারাজ ছিল তৃণমূলের একাংশই। তৃণমূল কর্মীরা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি শুরু করেন। ভাঙা হয় চেয়ার টেবিলও।

Advertisement

দেব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে তাতে লাভ হয়নি। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। তবে এ ব্যাপারে দেব এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ