দেশ 

ঝাঁসির মহারানী লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ঝাঁসির মহারানী লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজ ও হাসপাতালের অগ্নিকাণ্ডে ঘটনায় উত্তরপ্রদেশের সরকারের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট দিতে বলা হয়েছে।

এ বার ঝাঁসির হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন নোটিস পাঠাল রাজ্য সরকারকে। মানবাধিকার কমিশন মনে করছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কোথাও ‘বড় গাফিলতি’ ছিল। আর সেই গাফিলতি চিহ্নিত করতেই রাজ্য সরকারের কাছে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে তারা।

Advertisement

শনিবার এক বিবৃতি জারি করে মানবাধিকার কমিশন জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত ‘হৃদয়বিদারক’। এর নেপথ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কোথাও না কোথাও গাফিলতি ছিল বলেই ওই বিবৃতিতে ইঙ্গিত দিয়েছে কমিশন। বিবৃতিতে আরও জানানো হয়েছে, একটি সরকারি হাসপাতালের পর্যবেক্ষণে ছিল সদ্যোজাতেরা। তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

শুধু তা-ই নয়, যে ১০ শিশুর মৃত্যু হয়েছে, যে শিশুরা আহত, তাদের পরিবার যাতে সঠিক বিচার পান, তার ব্যবস্থা করার কথাও বলা হয়েছে কমিশনের বিবৃতিতে। আগামী দিনে যাতে এ রকম ঘটনা এড়ানো যায় সেই ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ)-এ আগুন লাগে। সেই ঘটনায় ১০ শিশুর মৃত্যু হয়েছে। ৪৫ শিশুকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সঙ্কটজনক ১৬ শিশু।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ