কলকাতা 

বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করল সিবিআই! রহস্য?

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় কে আরজিকর কাণ্ডে এবার তলব করল সিবিআই।সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে যাবেন মিনাক্ষী। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বেলা ১১টায় সিবিআই দফতরে যাবেন মিনাক্ষী।

সিপিএমের একটি সূত্র মারফত জানা গিয়েছে, কয়েক দিন আগে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে এক জন ফোন করেছিলেন মিনাক্ষীকে। দলের তরফে সেই ব্যক্তির পরিচয় খতিয়ে দেখা হয়। সিবিআই আধিকারিকের পরিচয় সম্পর্কে নিঃসংশয় হওয়ার পর মিনাক্ষী তদন্তকারী সংস্থাটির দফতরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতোই বৃহস্পতিবার সিজিও-তে যাচ্ছেন তিনি।

Advertisement

মিনাক্ষীর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রায়গঞ্জ থেকে কলকাতায় ফিরছেন মিনাক্ষী। সকাল ১০টা নাগাদ শিয়ালদহ স্টেশনে নামার কথা তাঁর। সেখান থেকেই সরাসরি সিজিওতে যাবেন তিনি।

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে। সে দিনই হাসপাতালে গিয়ে নির্যাতিতা চিকিৎসকের বাবা-মায়ের সঙ্গে দেখা করেন মিনাক্ষী। মিনাক্ষীর দলের তরফে একাধিক বার দাবি করা হয়েছে যে, মূলত বাম যুবনেত্রীর চেষ্টাতেই নির্যাতিতার দেহ দ্রুত দাহ করতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। মিনাক্ষী পুলিশের গাড়ি আটকাচ্ছেন, এই ছবিও সমাজমাধ্যমে ভাইরালও হয়।

এর আগে এই ভাঙচুরের ঘটনায় মিনাক্ষীকে নোটিস দিয়ে তলব করেছিল কলকাতা পুলিশ। গত ২৬ অগস্ট মিছিল করে লালবাজারে যান মিনাক্ষীরা। ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, পুলিশ তা জানে বলে অভিযোগ করেন মিনাক্ষী। এ বার তাঁকে তলব করল সিবিআই।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ