জেলা 

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে স্পিডবোট থেকে জেলাশাসক সহ সাংসদ ও জনপ্রতিনিধিরা পড়ে গেলেন নদীতে

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলেন এক সাংসদ সহ তিনজন জনপ্রতিনিধি। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বিধায়ক অসিত মাল ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ সহ বীরভূমের জেলাশাসক এবং পুলিশ সুপার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বেরিয়েছিলেন। আর আর সেখানে স্পিডবোট থেকে নদীতে পড়ে গেলেন ৩ জন প্রতিনিধি এবং বীরভূমে জেলাশাসকসহ প্রশাসনিক আধিকারিকরা।

স্থানীয় সূত্রে খবর, বুধবার বীরভূমের লাভপুরে প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন অন্তত ১৩ জন প্রশাসনিক কর্তা। বীরভূমের লাভপুরের ১৫টি গ্রাম ইতিমধ্যেই জলমগ্ন। প্রচুর মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। ছ’-সাতটি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কুয়ে নদীর জল ঢুকছে হু হু করে। এই পরিস্থিতিতে স্পিডবোটে রওনা হয়েছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, সাংসদ সামিরুল ইসলাম এবং অসিত মাল, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ প্রমুখ। যে যে গ্রামে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, সেখানকার মানুষের খবরাখবর নিতে যাওয়ার সময় ঘটে বিপত্তি। আচমকা জলের তোড়ে কুয়ে নদীতে স্পিডবোট উল্টে যায়। জলে পড়ে যান পুলিশ সুপার ছাড়া বাকিরা। হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। তড়িঘড়ি প্রশাসনিক কর্তাদের উদ্ধার করতে নামেন স্থানীয় মানুষজন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Advertisement

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ