জম্মু-কাশ্মীরে খাদে পড়ে গেল ভারতীয় সেনা বাহিনীর ট্রাক, মৃত ৪ জওয়ান
বাংলার জনরব ডেস্ক : জম্মু-কাশ্মীরে ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গেল চারজন সেনা জওয়ান। জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে গেল ভারতীয় সেনা বাহিনীর একটি ট্রাক। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জওয়ানের। আহত হয়েছেন আরও ৩ জন সেনাকর্মী। শুরু হয়েছে উদ্ধারকাজ।
সেনা সূত্রে জানা গিয়েছে, সদর কুট পায়েনের কাছে পাহাড়ি পথে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। এর পরেই ট্রাকটি রাস্তা লাগোয়া খাদে গড়িয়ে যায়। তাতেই গুরুতর জখম হন বেশ কয়েক জন জওয়ান। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪ জনের মৃত্যু হয়েছে। আরও ৩ জনের চিকিৎসা চলছে। তাঁদের শারীরিক অবস্থা স্থীতিশীল বলেই জানা গিয়েছে।
ঘটনাস্থলে সেনার পাশাপাশি স্থানীয় পুলিশ পৌঁছে উদ্ধারকাজে হাত লাগিয়েছে। উল্লেখ্য, খাদে সেনার গাড়ি পড়ে দুর্ঘটনা এই প্রথম নয়। গত ২৪ ডিসেম্বর পুঞ্চে সাড়ে তিনশো ফুট গভীর খাদে পড়ে যায় সেনার একটি গাড়ি। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৫ জওয়ানের। আরও পাঁচজন আহত হয়েছিলেন। তার আগে গত নভেম্বরে রাজৌরি জেলায় খাদে সেনার গাড়ি পড়ে মৃত্যু হয়েছিল এক জওয়ানের, আহত হন একজন।