শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পেছন থেকে ধাক্কা মালগাড়ির, লাইনচ্যুত এক্সপ্রেস, বেশ কয়েকজন আহত, মমতার বার্তা
বাংলার জনরব ডেস্ক : নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে আসা শিয়ালদহ্গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে। জানা গেছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সকাল পৌনে নটা নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ে সেখান থেকে মাত্র 30 কিলোমিটার পথ অতিক্রম করার পরেই পেছন থেকে একটি মালগাড়ি ধাক্কা মারে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ত্রিশ কিলোমিটার দূরে রাঙাপানি ও চাটারহাট স্টেশনের মাঝে নিচবাড়িতে এই দুর্ঘটনা ঘটেছে। মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর পিছনের দুটি কামরা বেলাইন হয়েছে। আতঙ্কে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে পড়েন বহু যাত্রী। বেশ কয়েকজন যাত্রীর জখম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার জেরে আপাতত ওই লাইনে সম্পূর্ণ বন্ধ ট্রেন চলাচল।
দিনকয়েক ধরে উত্তরবঙ্গে একটানা বৃষ্টি হয়ে চলেছে। সোমবার সকালে শিলিগুড়িতে মুষলধারে বৃষ্টি হওয়ার সময়ই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ে নির্দিষ্ট সময়ে। তা সত্ত্বেও নির্ধারিত সময়েই রওনা দেয় ট্রেনটি। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বিপত্তি। এদিন সকাল পৌনে নটা নাগাদ রাঙাপানি ও চাটারহাট স্টেশনের মাঝে নিজবাড়িতে একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। তাতেই বেসামাল হয়ে যায় দুরপাল্লার ট্রেনটি। পিছনের দুটি কামরা প্রায় দুমড়ে মুচড়ে যায়।
যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সেখান থেকে জনবসতি বেশ কিছুটা দূরে। তবে প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত যাত্রীরা। আবহাওয়া প্রতিকুল থাকার ফলে উদ্ধার কাজে দেরি হচ্ছে ঘটনার স্থলে ওই এলাকার জেলাশাসক এবং এসপি কে পাঠানো হয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন।
এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে । ইতিমধ্যেই উদ্ধারকাজে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় চলছে যাত্রীদের উদ্ধারকাজ। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। সিগন্যালিং সিস্টেমের গাফিলতি নাকি দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে, আপাতত সেখান দিয়ে বন্ধ ট্রেন চলাচল। এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ সাময়িক ব্যাহত হওয়ার আশঙ্কাও করা হচ্ছে। সোমবার দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদুল আযহার এই দিনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ায় অনেকেই অসুবিধার সম্মুখীন হবেন বলে মনে করা হচ্ছে। এছাড়া দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে ওয়াকিবহালমহল মনে করছে।