কলকাতা 

CESC : সিইএসসির লাগাতার লোডশেডিং এ বিপর্যস্ত পার্ক সার্কাস এলাকার সাধারণ মানুষ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : সিইএসসির বিদ্যুতের দাম সারা দেশের মধ্যে প্রথম সারিতে পৌঁছে গেছে। রাজ্যের শাসক দলের সঙ্গে ভালো সম্পর্ক রাখার কারণে বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নানা রকম পরিষেবা কর চাপিয়ে শহরবাসীর উপরে আর্থিক বোঝা চাপিয়ে চলেছে CESC কর্তৃপক্ষ। তার উপরে পরিষেবার নামে এক অপব্যবস্থা চালিয়ে যাচ্ছে এই বিদ্যুৎ সংস্থাটি।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের স্বার্থে কাজ করেন বলে দাবি করে থাকেন কিন্তু সিইএসসি কর্তৃপক্ষ যেভাবে দিনের পর দিন সাধারণ মানুষের উপরে আর্থিক বোঝা চাপানোর পাশাপাশি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে গাফিলতি করে চলেছে তা এক কথায় মেনে নেওয়া যায় না। এই প্রচন্ড গরমের সময় দিনের বেলায় ঘন্টা দুই তিনেক বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে আবার রাতের বেলা রাত্রি একটা দুটো নাগাদ হঠাৎ করতেই লোডশেডিং হয়ে যাচ্ছে। সাধারণত রাত্রের দিকে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয় না কিন্তু এবার দেখা যাচ্ছে সিইএসসি প্রতিদিন নিয়ম করে রাত্রি একটা দুটো নাগাদ কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত করছে।

Advertisement

অভিযোগ জানানোর কোন উপায় নেই। যে হেল্প লাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করলে যেভাবে একটার পর একটা নাম্বার টিপতে বলা হয় তা করতে করতেই সাধারণ মানুষ অস্থির হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন অবিলম্বে সিইএসসি কর্তৃপক্ষকে বিদ্যুৎ পরিষেবা কে স্বাভাবিক করা নির্দেশ দেওয়া হোক। একইভাবে বিদ্যুৎ পরিষেবার নাম করে যে একের পর এক বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে তা কমানোর দাবি জানানো হচ্ছে।

পার্ক সার্কাসের বাসিন্দা নাজমা ইয়াসমিন জানালেন যে প্রতিদিন রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যার ফলে এই গরমে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে ঘুমোতে পারছি না এবং প্রচন্ড অসুবিধা সম্মুখীন হচ্ছি। সিএসসিকে ফোন করলে সেই ফোনে কোন রকম সাড়া পাওয়া যায় না নানারকম বোতাম টিপতে বলা হয় ফলে অভিযোগ করতেই আমাদের ও অনীহা এসে যায়। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি সি সি ই এস সি যেভাবে বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে সেভাবে কিন্তু পরিষেবা দিচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে বিষয়টিতে হস্তক্ষেপ করুক এই প্রার্থনা জানাচ্ছি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ