জেলা 

আত্মিয় সমাজের” রবীন্দ্র জয়ন্তি পালন

শেয়ার করুন

গত ১২ মে রবিবার বারাসাতের জেলা পরিষদের তিতুমীর ভবনে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় মানবিকতার আত্মিয়সমাজ এর কর্নধার বাবলু সরকারের উদ্যোগে। বিভিন্ন সংগঠনের কর্নধার গন উপস্থিত হয়েছিলেন। অনেক বাচিক শিল্পি,নাট্যকার, লেখক,ও কবিগন।কবি আতিয়ার রহমান এঁর “স্মৃতি ছুঁয়ে যায়” বইটি প্রকাশিত হলো, লেখক সোনা বন্দোপাধ্যায় উপস্থিত ছিলেন।

অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না সম্প্রিতির উপর বক্তব্য রাখেন।সকল কে “পরম আত্মীয় ” মেমোন্টো দিয়ে সম্মান জ্ঞাপন করেন।আ. বা. মা. র সভাপতি আবু আফজাল জিন্নাকে মেমোন্টো দিয়ে বরণ করে নেন আত্মিয়সমাজের কর্ণধার বাবলু সরকার সহ অন্যান্য সদস্যগন। সুচারুভাবে সঞ্চালনা করেন সঞ্চালিকা গায়ত্রী দেবনাথ।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ