জেলা 

“যদি মুর্শিদাবাদে হিংসা হয়, তা হলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে” : মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমার কে নির্বাচন কমিশন ছড়িয়ে দিয়েছে এর পরিপ্রেক্ষিতে তীব্র অসন্তোষ ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আলিপুরদুয়ারের সভা থেকে সরাসরি নিশানা করলেন নির্বাচন কমিশনকে। বললেন, মুর্শিদাবাদ, মালদহে দাঙ্গা হলে তার দায় নিতে হবে কমিশনকেই।

নির্বাচন কমিশন যে বিজেপির হয়ে কাজ করছে সেই অভিযোগ তৃণমূল তুলেছে লাগাতারভাবে। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় আইপিএস মুকেশ কুমারের অপসারণ নিয়ে ফের আক্রমণ শানিয়ে কমিশনের উদ্দেশে বলেছেন, ”আমি জানি কারা হিংসা সামলাতে পারে। রাজ্য থেকে বেছে বেছে অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়ে দেওয়া হল। এখন যদি মুর্শিদাবাদে হিংসা হয়, তা হলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।” মমতার সাফ কথা, বিজেপির কথাতেই কমিশন মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়ে দিয়েছে।

Advertisement

২১ সালের নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনায় বিজেপি সহ বিরোধী দলগুলি প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলেছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ভোট শুরু আগেই নির্বাচন কমিশনের সামনে ধর্না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। আলিপুরদুয়ারের সভা থেকে তিনি বলেন, ”কৃষকদের জন্য যদি ২৬ দিন ধর্না করতে পারি, তাহলে কমিশনের অফিসের বাইরেও ৫২ দিন বসতে পারি। দেখি কত পুলিশ আছে।”

প্রসঙ্গত, যে আইপিএস অফিসারকে সরানো হয়েছে তাঁর বিরুদ্ধে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের কংগ্রেস প্রার্থীর দাবি ছিল, যে সব পুলিশ আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের হয়ে দিনের পর দিন কাজ করে গেছেন সেই অফিসারদেরই ফিরিয়ে নিয়ে আসা হয়েছে জেলায়। যার নেপথ্যে ছিলেন এই আইপিএস মুকেশ কুমার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ