আন্তর্জাতিক 

হামাস নেতা ইসমাইল হানিয়ার তিন পুত্রকে খুন করল ইসরাইল!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : অতর্কিতে আক্রমণ করে ফিলিস্তিন দের সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়ার তিন পুত্রকে খুন করার অভিযোগ উঠল ইসরাইল সেনার বিরুদ্ধে। হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া নিজেই বুধবার পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম আল জাজ়িরাকে এ কথা জানিয়েছেন।

হানিয়া বলেছেন, ‘‘জেরুজ়ালেম এবং আল-আকসা মসজিদকে মুক্ত করার পথে শহিদ হয়েছে আমার তিন সন্তান।’’ প্রকাশিত একটি খবরে দাবি, বুধবার সন্ধ্যায় গাজ়া শহরের পশ্চিমে একটি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরাইল ফৌজ। তাতে হানিয়ার তিন পুত্র— হাজেম, আমির ও মহাম্মদ ইসমাইল এবং তাঁর অন্তত তিন নাতি–নাতনি নিহত হন। ওই খবরে দাবি, তাঁরা সকলে একটি গাড়িতে চড়ে শরণার্থী শিবির থেকে বেরোচ্ছিলেন। সে সময় ইসরাইলি যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র গাড়িটিকে ধ্বংস করে দেয়।

Advertisement

ঘটনাচক্রে, কাতারের মধ্যস্থতায় গাজ়ায় যুদ্ধবিরতির জন্য ইসরাইলের সঙ্গে বৈঠকে হামাসের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন হানিয়া। বর্তমানে তিনি কাতারের রাজধানী দোহাতেই রয়েছেন। তিন পুত্রের মৃত্যুর প্রতিক্রিয়া জানাতে গিয়ে হানিয়া বলেন, ‘‘আমার পুত্রদের নিশানা করলে হামাস তার অবস্থান পরিবর্তন করবে বলে কেউ যদি ভাবে, তা হলে সে কল্পনার জগতে রয়েছে। আমাদের দেশের মানুষের রক্ত আমার পুত্রদের রক্তের চেয়ে আমার কাছে কম কিছু নয়।’’ প্রসঙ্গত, ইসরাইলি সেনার হামলায় গত ফেব্রুয়ারিতেও তাঁর আর এক পুত্রের মৃত্যু হয়েছিল। তার আগে হানিয়ার ভাই এবং ভাইপোও গাজ়ায় ইসরাইলি হামলার বলি হয়েছিলেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ