কলকাতা 

ফিলিস্তিনি জনতার প্রতি সহমর্মিতা প্রকাশ করে নিরানন্দ ভাবেই পবিত্র ঈদুল ফিতর পালন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : নিরানন্দ ভাবেই পবিত্র ঈদুল ফিতর পালন।। আজ পবিত্র ঈদুল ফিতর পালন করে দেশ ও দেশের বাইরে সকলকে নিরানন্দ ভাবেই ঈদের শুভেচ্ছা জনালেন, অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না। হুগলির বৈদ্যবাটি চৌমাথা মুসলিম পাড়ার জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর নামাজ বাদ এ কথা বলেন যে, চলতি বছরে বৈদ্যবাটি চৌমাথা মসজিদ কমিটির সমর্থনে ইমাম সাহেব সহ সকলে পুরাতন জামা কাপড় পড়ে ঈদ পালন করলেন ।

কারন ফিলিস্তিনবাসির দুঃখে ব্যথিত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন এ বছর। তিনি জানান,সদ্য রমজান মাসে তাদের কাছে রোজা ছিল ইফতার ছিল না, তারাবিহ ছিল সাহরি ছিল না। তাদের যে কষ্ট গেছে তাতেই আমরা ব্যাথিত, মর্মাহত তাই তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। মসজিদ কমিটির সম্পাদক মোহাম্মদ সায়েম আলি তিনি ও সহমত পোষণ করেন।তাদের করূন অবস্থার জন্য ব্যাথাভরা হৃদয়ে দোয়া করি ও দেশবাসীর জন্য মঙ্গল কামনা করি। নির্বিশেষে সকলে ভালো থাকুক এই কামনা করি।

Advertisement

পাশাপাশি আজকে শেওড়াফুলি ফাঁড়ির ইনচার্জ সুমন্ত নন্দি বাবু ফুলের তোড়া দিয়ে বরণ করেন ও শুভেচ্ছা বার্তা পাঠালেন। আবমা,র সভাপতি আবু আফজাল জিন্না ছোট্ট বক্তব্যে দেশবাসীর জন্য মঙ্গল কামনা করেন ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে সব ধর্মের মানুষ শান্তি ভাবে থাকুক এই কামনা করি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ