আন্তর্জাতিক 

একটানা ছয়বার প্রেসিডেন্ট হওয়ার সংকেত পাওয়ার পরেই বিশ্ববাসীকে তৃতীয় বিশ্ব যুদ্ধের ইঙ্গিত দিলেন রাশিয়ার পুতিন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলপ্রকাশ না হলেও একাধিক সমীক্ষক সংস্থার দাবি, টানা ছ’বারের জন্য মস্কোর মসনদে বসতে চলেছেন ভ্লাদিমির পুতিন। এই আবহেই আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রাখছেন ৭১ বছর বয়সি এই রুশ রাষ্ট্রপ্রধান।

পুতিন রুশ সংবাদমাধ্যমকে বলেন, “এটা সকলের কাছেই স্পষ্ট যে, তেমন হলে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে এক ধাপ দূরে থাকা হবে। আমি মনে করি খুব কম মানুষই তেমনটা চাইবেন।” ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ এবং ফরাসি সেনারাও রয়েছেন বলে দাবি করেছেন পুতিন। এ-ও দাবি করেছেন, নেটোর অধিকাংশ সেনাই রুশ সেনার ‘প্রতিরোধে’র সামনে মারা যাচ্ছেন। প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনের আগেই পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন পুতিন। তিনি বলেছিলেন, ‘‘রাশিয়া কারিগরি এবং কৌশলগত দিক থেকে পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।’’

Advertisement

রাশিয়ার অগ্রগণ্য একটি সমীক্ষক সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৮৭.৮ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে চলেছেন পুতিন। নিকটতম বাম প্রতিদন্দ্বী পেয়েছেন মাত্র ৪ শতাংশ ভোট।পুতিনের জয় নিয়ে তাঁর অতি বড় বিরোধীরও কোনও সংশয় না থাকলেও, এত বড় ব্যবধানে জয় অনেককেই অবাক করেছে। সমীক্ষার ফল বাস্তবে মিলে গেলে সোভিয়েট-পরবর্তী রাশিয়ায় প্রথম এত বিপুল ব্যবধানে জয়ী হবেন কোনও রাষ্ট্রপ্রধান। জিতে প্রেসিডেন্ট পদে মেয়াদ পূরণ করতে পারলে, রাশিয়ার ২০০ বছরের ইতিহাসে দীর্ঘমেয়াদি শাসক হিসাবেও পয়লা নম্বরে থাকবেন পুতিন। ভাঙবেন জোসেফ স্ট্যালিন এবং লিওনিদ ব্রেজনেভের টানা ২৪ বছর ধরে ক্ষমতায় থাকার নজির। নিজের জয়কে বৈধতা দিতে পুতিন সোমবার এই বার্তাই দেন যে, পশ্চিমি দুনিয়ার বিরুদ্ধে অস্ত্র ধরে এবং ইউক্রেনে সেনা পাঠিয়ে তিনি কোনও ভুল করেননি।

প্রসঙ্গত, রাশিয়ায় তিন দিন ধরে চলা ভোটগ্রহণ রবিবারই শেষ হয়েছে। এর আগে ২০১৮ সালে প্রেসিডেন্ট ভোটে পুতিন সাড়ে ৭৭ শতাংশ ভোট পেয়েছিলেন। সেই নির্বাচনে তেমন প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও সেই জোর করে ব্যালট বাক্সে জাল ভোট ভর্তি করা, জালিয়াতি এবং ভোটে বাধাদানের অভিযোগ উঠেছিল পুতিন-সমর্থকদের বিরুদ্ধে।

বিশাল জনপ্রিয়তা নিয়ে জয়লাভ করার কথা আগাম সমীক্ষায় বলা হলেও কিন্তু ভোট চলাকালীন সময়ে যেভাবে ভোট বাক্স কেড়ে নেওয়া জোর করে ব্যালট পেপার ঢুকিয়ে দেওয়া মত ঘটনা ঘটেছে তাতে এটা প্রমাণিত হয়েছে রাশিয়ার বুকে আসলে পুতিনের কোন জনপ্রিয়তা নেই। জোর করে এবং উগ্র জাতীয়তাবাদকে সম্বল করে পুতিনকে জয়লাভ করছে তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে পুতিনের জয়লাভের সম্ভাবনা সামনে আসার পরেই যেভাবে তিনি আমেরিকা এবং বিশ্ববাসীকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছেন তাতে সকলেই উদ্বেগ প্রকাশ করছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ