অন্যান্য কলকাতা 

ইদ্রিস আলী সাংসদ বিধায়ক হওয়া সত্ত্বেও আমাদেরকে ভুলে যাননি / মাওলানা আব্দুল ওহাব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মাওলানা আব্দুল ওহাব : অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় মানুষ প্রাক্তন এমপি, বর্তমানে এম এল এ, অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের সভাপতি ও শিক্ষা দরদী, কওম দরদী ও সমাজসেবী জনাব ইদ্রিস আলী সাহেব আমাদেরকে ছেড়ে চিরতরে পরকালে দিকে পাড়ি দিলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুর সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা বাংলার বিশেষ করে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা শোক প্রকাশ করেছেন এবং তার রুহে মাগফিরাতের জন্য পরম করুনাময় আল্লাহর দরবারে প্রার্থনা করেন। ছাত্র ইউনিয়নের পক্ষে মাওলানা মোজাফফর হোসেন, মাওলানা আব্দুল ওহাব, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা আবুল হোসেন, মাওলানা কামরুজ্জামান, মাওলানা আব্দুল মোমেন ও মাওলানা মঈনুদ্দিন আরো অনেকে তার মাগফিরাতের জন্য বিশেষ দোয়া করেন। মরহুম ইদ্রিস আলী সাহেব প্রায় ১৯৭৮ সাল থেকে আমাদের সঙ্গে ছাত্র ইউনিয়নের জন্য বহু আন্দোলনের শরিক হয়েছিলেন। আপনারা সকলেই অবগত আছেন যে, বিগত বামফ্রন্ট সরকারের আমলে তসলিমা নাসরিনের বিরুদ্ধে এবং কলকাতা থেকে বিতাড়িত করার জন্য মরহম ইদ্রিস আলী সাহেব জেলও খেটেছেন।

Advertisement

অনেক এমএলএ মন্ত্রী বা এমপি দেখেছি এমনকি সামান্য পঞ্চায়েত সদস্য কিংবা কাউন্সিলর তাদের সঙ্গে কথা বলতে গেলে অনেক সময় ব্যয় করতে হতো কিন্তু মরহুম ইদ্রিস আলী সাহেবের সঙ্গে দেখা করতে গেলে কোন রকমের বাধা-বিপত্তি ছিল না, আমাদের পরিচয় দেওয়া মাত্র ছোট ভাই হিসাবে আমাদেরকে নাম ধরে ধরে ডেকে তার নিজ জায়গা থেকে নেমে আমাদের দিকে অগ্রসর হতেন। এইরকম ব্যবহার আমরা খুব কম লোকের মধ্যে পেয়েছি।

২০২০ সালে ১৫ই অক্টোবর আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন মরহুম আব্দুল মজিদ সাহেবের জানাজার নামাজ পড়তে গিয়ে আমাদের সঙ্গে দেখা হয় সেই সময় আমাদেরকে বলেন ছোট ভাইয়েরা আমার জন্য দোয়া করবে আমি খুবই অসুস্থ। সেই কথাগুলি এখনো মনে পড়ে, তারপর বাংলার জনরব পত্রিকার বা পোর্টালের কর্মধার জনাব সেখ ইবাদুল ইসলামকেও অত্যন্ত ছোট ভাইয়ের মতো ভালবাসতেন। ফেরার সময় মোদের বড় ভাই মরহুম ইদ্রিস আলী সাহেব কই ইবাদুল আমার গাড়িতে এস দুজনে একসঙ্গে বাড়ি ফিরি। তখন ইবাদুল ইসলাম আমাদেরকে বলে, যে আব্দুল ওহাব সাহেব কি করব? আমি বললাম যাও তোমার বড় ভাই ডাকছে যেতে তো হবে আরো অনেক কথা পরে জানা যাবে বা লেখা যাবে এখন আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার জান্নাত নসিব করেন। আমিন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ