‘কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ় করা যাবে না’, আয়কর আপিল ট্রাইবুনালের রায়, স্বস্তি দিল রাহুলদের
বাংলার জনরব ডেস্ক : সকালে উঠেছিল কংগ্রেসের চারটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে আয়কর দফতর। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কার্যত কংগ্রেস দলের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। জাতীয় কংগ্রেস সহ এই দলের শাখা সংগঠন গুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সত্যিই ফ্রিজ হয়ে গেলে কার্যত লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করাটাই কঠিন হয়ে পড়বে কংগ্রেসের পক্ষে। এরপরেই জানা যায় স্বস্তির খবর।
দলের আইনজীবী সেলের নেতা বিবেক তঙ্খা দাবি করেছেন, শুক্রবার দিল্লি আপিল ট্রাইবুনাল বেঞ্চ জানিয়েছে, আয়কর দফতর তাঁদের দলের কোনও অ্যাকাউন্ট ফ্রিজ় করতে পারবে না। স্বাভাবিক ভাবেই অ্যাকাউন্টগুলিতে লেনদেন চালানো যেতে পারে বলেও নির্দেশে জানানো হয়েছে।
কংগ্রেস নেতা অজয় মাকেন শুক্রবার সকালে অভিযোগ করেছিলেন, যুব কংগ্রেস-সহ শাখা সংগঠনগুলির কাছে আয়কর রিটার্ন সংক্রান্ত অনিয়মের অভিযোগে ২১০ কোটি টাকা জরিমানার দাবি জানানো হয়েছিল সংশ্লিষ্ট দফতরের তরফে। বিষয়টি এখন আয়কর ‘অ্যাপিলেট ট্রাইবুনাল’-এর বিচারাধীন। এর মধ্যেই বেআইনি ভাবে পদক্ষেপ করে আয়কর দফতর দলের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করেছে।
অজয়ের অভিযোগের কয়েক ঘণ্টা পরেই রাজ্যসভা সাংসদ বিবেক জানান, ট্রাইবুনালের দিল্লি বেঞ্চ জানিয়েছে ওই অ্যাকাউন্টগুলিতে লেনদেনে বাধা নেই। তিনি বলেন, ‘‘আমি ট্রাইবুনালকে বলেছিলাম, এমন হলে আমরা লোকসভা ভোটে অংশ নিতে পারব না। ট্রাইবুনাল জানিয়েছে, একটি ‘লিয়েন’ থাকলেও অ্যাকাউন্টগুলি ব্যবহারে কোনও বাধা নেই।’’ তবে লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর সরকার ইডি, আয়কর দফতরের মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে বিরোধীদের উপর চাপ বাড়াতে চাইছে বলেও অভিযোগ করেন বিবেক।