জেলা 

বাজকুলের সভা থেকে স্বচ্ছ ও দূনীর্তি মুক্ত নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলার আহ্বান মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার জোর দিলেন  স্বচ্ছতায় ।  দল ও প্রশাসন- উভয় ক্ষেত্রেই স্বচ্ছতা ও নিরপেক্ষতা রাখার বার্তা দিলেন মঙ্গলবার মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে তিনি একে একে প্রশসানিক কর্তাব্যক্তি ও দলের প্রতিনিধিদের স্বচ্ছতা বজায় রেখে চলার নির্দেশ দেন। তাঁর সাফ বার্তা, মানুষের জন্য কাজ করতে হবে। তিনি বলেন , মা-মাটি –মানুষের সরকার সাধারন মানুষের জন্য কাজ করবে এটা যেমন স্বাভাবিক , তেমনি দুর্নীতিমুক্ত সরকার গড়তে হবে ।

এদিন পূর্ব মেদিনীপুরের বাজকুলের সভা থেকে আবার  বালি খাদান নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। তিনি  পুলিশকে নির্দেশ দেন, অবৈধ বালি খাদান বন্ধ করতে। তিনি বলেন এবিষয়ে পুলিশকে আরও সক্রিয় হতে হবে । নজরদারি বাড়াতে হবে । কোনওরকম ফাঁকি আমি বরদাস্ত করব না। বালি পাচারে যুক্তদের গ্রেফতার করতে হবে। একইসঙ্গে তিনি সরব হন টোল ট্যাক্স ফাঁকি দেওয়া নিয়েও।

Advertisement

টোল ট্যাক্স ফাঁকি দিতে বড় বড় লরিগুলো গ্রামের রাস্তায় ঢুকে পড়ছে। ফলে গ্রামের রাস্তা ভেঙে যাচ্ছে। তিনি পুলিশ ও প্রশাসনকে বলেন, আপনারা ব্যবস্থা নিন। সিসিটিভি বসানো না হলে রাস্তা ঘিরে দিন। যাতে ছোট গাড়ি ঢুকতে পারে, লরি না ঢুকতে পারে। এদিন যোগী-রাজ্য গোরক্ষকদের তাণ্ডবে পুলিশ খুনের প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন। বিশেষ করে উৎসবের মরশুমে পুলিশকে বাড়তি সতর্ক থাকতে হবে।


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + 10 =