কলকাতা 

মহুয়ার বিরুদ্ধে তদন্তে সিবিআই? নিশিকান্তের দাবি ঘিরে চাঞ্চল্য, পাল্টা কি বললেন মহুয়া? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কি এবার সিবিআই তদন্ত? টাকার বদলে লোকসভায় প্রশ্ন করেছেন এই অভিযোগ তুলে ইতিমধ্যেই সংসদের এথিক্স কমিটির কাছে অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দূবে। এবার সেই নিশিকান্ত দূবেই সাবেক টুইটার বর্তমানে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় লোকপাল। অবশ্য একথা সংবাদমাধ্যম থেকে জেনে পাল্টা মহুয়া বলেছেন, ‘‘সিবিআই আগে আদানিদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত করুক। পরে যদি আমার জুতোর সংখ্যা গুনতে চায়, স্বাগত।’’

সিবিআই তদন্তের নির্দেশের সংক্রান্ত নিশিকান্তের দাবি কথা সংবাদ মাধ্যম মারফত জানার পরে মহুয়ার পাল্টা প্রশ্ন ,

Advertisement

‘‘সিবিআই কি বেকার? আদানিদের ১৩ হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারি নিয়ে এফআইআর ফাইল করছে না কেন সিবিআই?’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘জাতীয় সুরক্ষা? আদানি এন্টারপ্রাইজ়ের আসল মালিক কে? বিদেশি বিনিয়োগকারী, যার মধ্যে চিন এবং আরব আমিরশাহির নাগরিক রয়েছেন, তাঁরা দেশের সব বন্দর কিনে নিচ্ছেন আর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক ছাড়পত্র দিচ্ছে! জাতীয় সুরক্ষার এই বিষয়টা আগে দেখা হোক। তার পরে আমার কত জোড়া জুতো তা যদি গুনতে চায় সিবিআই, তা হলে আমি স্বাগত জানাচ্ছি।’’

তাঁর তোলা তিনটি বিষয় পরে নিজের এক্স হ্যান্ডলেও পোস্ট করেন মহুয়া


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ