দেশ 

হিন্দুত্বের মৌলিক ধারনাটাই নেই নরেন্দ্র মোদীর বিস্ফোরক মন্তব্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নির্বাচন নয় , যেন কে কত বড় হিন্দু সেটা প্রমাণ করতেই ব্যস্ত এখন ব্যস্ত হয়ে পড়্রেছে কংগ্রেস আর বিজেপি । এ যেন ভোট নয়, লড়াই হচ্ছে ধর্ম নিয়ে ।আর নিজেদের হিন্দু প্রমাণ করতে গিয়ে যোগী আদিত্যনাথ, সি পি জোশীদের মতো নেতারা বিতর্কেও জড়িয়েছেন। কিন্তু এই হিন্দুত্বের লড়াইটা এবার শুরু হয়ে গেল দু’দলের সর্বোচ্চ নেতাদের মধ্যেও।

রাহুলের গোত্র নিয়ে বিজেপি কথায় কথায় আক্রমণ করে । এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ব সম্পর্কে কোনো ঞ্জান নেই বলেই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী । রাহুলের মতে হিন্দু ধর্মের মৌলিক ভিত্তিটা হল মূলত সব ধর্মের প্রতি সম্মান জানানো । কোনো ধর্মের প্রতি অবঞ্জা মনোভাব হিন্দু ধর্ম করে না।  রাহুল গান্ধীর দাবি, হিন্দুত্বের মৌলিক ধারণাটাই নেই প্রধানমন্ত্রীর মধ্যে। হিন্দু ধর্মের মৌলিক বিষয়টি পরমত সহিষ্ণুতা ।

Advertisement

রাজস্থানের উদয়পুরে  স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনা সভায় রাহুল  হিন্দুত্ব নিয়ে প্রধানমন্ত্রীর ঞ্জান সম্পর্কে  এই মন্তব্যটি করেন কংগ্রেস সভাপতি।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 3 =