দেশ 

আচ্ছে দিনের বাস্তবায়ন কুম্ভমেলার কারণে টানা তিন মাস কোনো বিয়ের অনুষ্ঠান করা যাবে না এলাহাবাদে ! তুঘলকি নির্দেশ যোগীর

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অনেক সাধ করে রাম রাজত্ব গড়ার লক্ষ্যে উত্তরপ্রদেশ বিজেপি সরকার ক্ষমতায় এনেছে । কিন্ত সেই সরকার কাজের অকাজ যে বেশি করে চলেছে তা বলার অপেক্ষা রাখে না । যোগী আদিত্যনাথের লক্ষ্য এখন রাজ্যের উন্নয়ন নয় , তাঁর লক্ষ্য রামচন্দ্রের মূর্তি গড়া । তিনি শপথ নিয়েছেন এমন রামের মূর্তি তিনি গড়বেন যে যুগ যুগ ধরে মানুষ তা দেখতে আসবে । ধার্মিক ব্যক্তি ধর্ম পালন করবে এটা নিয়ে বলার কিছু নেই । কিন্ত ধর্মের দোহাই যখন সরকার মানুষের পারিবারিক অনুষ্ঠানের উপর নিষেধাঞ্জা জারি করে তখনই ফ্যাসীবাদের মুখটা প্রকট হয়ে ধরা পড়ে । যেমন উত্তর প্রদেশ যোগী সরকার করেছেন ।

কুম্ভ মেলার সময় প্রয়াগরাজে বা এলাহাবাদে কোনও বিয়ের অনুষ্ঠান করা যাবে না। এই নির্দেশ জারি করেছে যোগী আদিত্যনাথের সরকার। আগামী জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বিয়ের অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।নির্দেশিকায় বলা হয়েছে, কুম্ভ স্নানের দিন, আগে ও পরে কোনও বিয়ে হবে না।

Advertisement

জেলা প্রশাসনকে এই নির্দেশের কপিও পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকী বিভিন্ন হোটেল, বিয়ে বাড়িগুলিতেও নির্দেশ গিয়েছে। কোনও বুকিং থাকলে তা বাতিল করতে বলা হয়েছে। সরকারের এই ঘোষণায় বিয়ে ঠিক করা পরিবারগুলি সমস্যায় পড়েছে। সমস্যায় পড়েছেন হোটেল বা বিয়েবাড়ির মালিকরাও। কেউ কেউ আইনি পথ নিতে চাইছেন। কুম্ভ স্নানের সময় সবমিলিয়ে ছয়টি গুরুত্বপূর্ণ দিন থাকে। মকর সংক্রান্তি, পৌষ পূর্ণিমা স্নান, মৌনি অমাবস্যা, বসন্ত পঞ্চমী, মাঘী পূর্ণিমা ও মহা শিবরাত্রি স্নান করে পূণ্য অর্জনের প্রার্থনা করা হয়। এই সময়ে লক্ষ লক্ষ মানুষ প্রয়াগে ভিড় করেন।

 

 

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

8 + fifteen =