কলকাতা 

Abhishek Banerjee: উপমুখ্যমন্ত্রী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরী : রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়! জানা গেছে তৃণমূল কংগ্রেসের এই সাংসদকে রাজ্যের প্রশাসনিক পদে বসাতে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন। সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক মাসের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।

শোনা যাচ্ছে, যে আগামী নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ পদ থেকে পদত্যাগ করতে পারেন। নিয়ম অনুযায়ী লোকসভা ভোট যদি ছ মাসের মধ্যে অনুষ্ঠিত হয় তাহলে ওইসব কেন্দ্রশূন্য হলেও সেখানে ভোট হবে না। সাধারণ নির্বাচনের সঙ্গে এই ভোট অনুষ্ঠিত হবে। সুতরাং নভেম্বর কিংবা ডিসেম্বর মাস নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র থেকে পদত্যাগ করলে ওই কেন্দ্রের নির্বাচন কিন্তু আগামী বছর লোকসভা নির্বাচনের সঙ্গে হবে।

Advertisement

উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য বিধানসভার সদস্য হতে হবে। সেক্ষেত্রে তিনি কোন বিধানসভা থেকে নির্বাচিত হবেন তা নিয়েও ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। কলকাতা জেলার মধ্যে সবচেয়ে তৃণমূল কংগ্রেসের নির্ভরযোগ্য বিধানসভা কেন্দ্র হচ্ছে মেটিয়াবুরুজ। শোনা যাচ্ছে ওই কেন্দ্রের বর্তমান বিধায়ক আব্দুল খালেক মোল্লাকে সরিয়ে ওই কেন্দ্র থেকে ভোটে দাঁড়াতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এ কথা বলে নেওয়া ভালো এটা সবটাই জল্পনার স্তরে রয়েছে এখনো পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে কান পাতলে বিষয়টি স্পষ্ট হয়ে যাচ্ছে।

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক প্রাক্তন পুলিশকর্তার  মতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের উপমুখ্যমন্ত্রী হবেন এটা মোটামুটি ঠিক হয়ে আছে। তবে কবে হবে তা এখনো বলা যাচ্ছে না। একথা অস্বীকার করার কোন উপায় নেই যে আগামী দিনে এই রাজ্যের প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষমতা দুটোই তৃণমূল কংগ্রেসের পেতে চলেছেন উত্তরাধিকার সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হতে চলেছে এটা এখন জল্পনা বলে মনে হলেও বাস্তবে হতে খুব বেশি সময় লাগার কথা নয়। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারীরিকভাবে অসুস্থ। তিনি বিদেশ থেকে ফেরার পর থেকে এখনো পর্যন্ত বাড়িতেই অবস্থান করছেন। এমনকি মন্ত্রিসভার বৈঠক বাড়িতে ডেকেছেন সুতরাং সরকারের স্বার্থেও উপমুখ্যমন্ত্রী পদে খুব জরুরি হয়ে পড়েছে। এমতাবস্থায় আগামী মাস দুয়েকের মধ্যে রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ