কলকাতা 

জমির দাম নির্ধারণের প্রক্রিয়াকে স্বচ্ছ ও ত্রূটি মুক্ত করতে কেন্দ্রীয়ভাবে দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : জমির দাম নির্ধারণের প্রক্রিয়াকে স্বচ্ছ ও ত্রূটি মুক্ত করতে রাজ্য সরকার কেন্দ্রীয়ভাবে দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে রাজ্যের যেকোনো জেলাতেই জমির দাম নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট জেলার ভূমি রাজস্ব আধিকারিকদের পরিবর্তে ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন এর দপ্তর সরাসরি নির্ধারণ করবে বলে নবান্ন সূত্রে জানা গেছে। তাদের হাতে থাকা তথ্যপঞ্জি তে ইতিমধ্যেই সমস্ত জমির বিস্তারিত তথ্য নথিভূক্ত করা হয়েছে। সেখান থেকে সহজেই জমির সঠিক মূল্যায়ন করা সম্ভব হবে বলে ওই দফতরের কর্তারা জানিয়েছেন।
জমির নাম নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ না থাকার কারণে অনেক সময় তা নিয়ে অসঙ্গতির অভিযোগ ওঠে।অনেক সময় মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপের জমির দাম কম করে দেখানোয় সরকার তা বিক্রি বা হস্তান্তরের সময় ন্যায্য রেজিস্ট্রেশন ফি ও স্টাম্প ডিউটি থেকে বঞ্চিত হয়। নতুন পদ্ধতিতে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি জমি মাফিয়াদের সক্রিয়তায় লাগাম টানা যাবে বলে ভূমি রাজস্ব দপ্তর এর আধিকারিকরা আশাবাদী।

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

six + 9 =