কলকাতা 

মমতার সঙ্গে পাল্লা দিতে বিজেপির বাজি নরেন্দ্র মোদী , রথযাত্রা চলাকালীন সময়ে চারটি সভা করবেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রথযাত্রা চলাকালীন সময়েই পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারটি সভা করবেন বলে বিজেপি সূত্রে জানা গেছে ।প্রথম সভাটি করবেন দুর্গাপুরে। ২৪ ডিসেম্বর সেই সভা হওয়ার কথা। দ্বিতীয় সভা ২৮ ডিসেম্বর মালদহে, তৃতীয় সভা ৫ জানুয়ারি শ্রীরামপুরে সভা করবেন প্রধানমন্ত্রী। আর শেষ অর্থাৎ চতুর্থ সভাটি করবেন কৃষ্ণনগরে ১১ জানুয়ারি।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ চেয়েছিলেন প্রধানমন্ত্রীকে দিয়ে রথের মধ্যেই চারটি সভা করার। রাজ্য সভাপতির সেই দাবিতে সিলমোহর পড়ল। প্রধানমন্ত্রীর দফতর জানিয়ে দিলেন চারটি সভার দিনক্ষণ। এমনকী সভাস্থলও কার্যত স্থির হয়ে গেল প্রধানমন্ত্রীর সভার।

এবার তৃণমূলের পাল্টা ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে বিজেপি। স্থির হয়েছে তিন রথযাত্রা মিলিত হবে ব্রিগেডের সভায়। কিন্তু তিন রথে অমিত শাহ-সহ কেন্দ্রীয় নেতৃত্ব ও বলিউডি কলাকুশলীদের নিয়ে আসার পরিকল্পনা করেও বিজেপি ভরসা পাচ্ছেন না। শেষপর্যন্ত মোদীর শরণ নিতে হতে। সেইমতো মোদী আসছেন বাংলায় জানিয়ে দিল প্রধানমন্ত্রীর দফতর।
স্থির হয়েছে রথের মধ্যে চারটি সভা করবেন প্রধানমন্ত্রী। স্থির হয়েছে তিনটি রথই বাংলা প্রদক্ষিণ করে ১৬ জানুয়ারি কলকাতায় পৌঁছবে। এখনও চূড়ান্ত হয়নি প্রধানমন্ত্রীর ব্রিগেড সভার দিনক্ষণ। ৪২টি লোকসভা কেন্দ্র ঘুরে রথ আসবে কলকাতায়। সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী। রথযাত্রার সূচনা ৭ ডিসেম্বর

Advertisement

৭ ডিসেম্বর থেকে বিজেপির রথযাত্রা শুরু হচ্ছে। প্রথম রথটি কোচবিহার থেকে বের হবে। তারপর গঙ্গাসাগর থেকে সূচনা হবে দ্বিতীয় রথের। তৃতীয় রথটি ১৪ ডিসেম্বর যাত্রা শুরু করবে বীরভূমের তারাপীঠ থেকে। ওইদিনই বিজেপি সভাপতি অমিত শাহ রথের সূচনা করবেন। আগে স্থির ছিল, ৫ ডিসেম্বর তিনি রথের সূচনা করবেন। কিন্তু ৭ ডিসেম্বর ২ রাজ্যে নির্বাচনের জন্য তিনি ব্যস্ত থাকায় পিছিয়ে ১৪ ডিসেম্বর কর্মসূচি স্থির করা হয়েছে।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty − six =