দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
বাংলার জনরব ডেস্ক: ইন্ডিয়া ভারত বিতর্কের মধ্যে দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৯ সেপ্টেম্বর দিল্লিতে তিনি রাষ্ট্রপতির ডাকা নৈশ ভোজে যোগ দেবেন। জি ২০ সম্মেলন উপলক্ষে নয় সেপ্টেম্বর এই নৈশ ভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রাষ্ট্রপতির ওই নৈশভোজে আমন্ত্রিত দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁদের সঙ্গেই আমন্ত্রিত এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে এই নৈশভোজের আমন্ত্রণপত্রেই ‘ইন্ডিয়া’র (INDIA) জায়গায় ‘ভারত’ লেখা নিয়ে বিতর্ক হয়েছে। সেসব উপেক্ষা করে জাতীয় স্বার্থে ওই আমন্ত্রণ রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে ৯ সেপ্টেম্বর বিকেলে দিল্লি যাবেন তিনি। রাতে নৈশভোজে যোগ দেবেন। পরদিন সকালেই কলকাতায় ফিরে আসবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন, কেন্দ্রের সঙ্গে বা বিজেপির সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন যাই থাক, জি-২০ (G-20) শীর্ষ সম্মেলন যেহেতু দেশের সম্মানের ব্যাপার, তাই এতে কোনওরকম রাজনীতি তিনি চান না। সেইমতোই জি-২০ সম্মেলনে আয়োজনের ক্ষেত্রে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার।
আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে বসতে চলেছে চাঁদের হাট। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী। এই মহাসম্মেলনে যোগ দিতে আসা অতিথিদের তালিকা দীর্ঘ। ভারতের নেতৃত্বে অনুষ্ঠিত হতে চলা জি-২০ সম্মেলনে আলোচনা হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যার মধ্যে অর্থনৈতিক উন্নয়ন, আবহাওয়া পরিবর্তন, খাদ্য সুরক্ষা প্রভৃতি বিষয় অন্যতম।