কলকাতা 

প্রকাশের পথে ‘ আমি মুকুল বলছি ‘ বর্ষীয়ান রাজনীতিবিদের কলমে তৃণমূল দল ও মমতা সম্পর্কে কী মূল্যায়ন থাকে তা নিয়েই কৌতুহল রাজনৈতিক মহলের

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : রাজনীতিবিদ মুকুল রায় এবার দেশের রাজনীতির বিভিন্ন দিক নিয়ে কলম ধরতে চলেছেন। আসন্ন বইমেলায় তাঁর লেখা আত্মজীবনী মূলক গ্রন্থ প্রকাশিত । ‘ আমি মুকুল বলছি ‘ নামে এই গ্রন্থটিতে যে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে শুরু করে তৃণমূল ছেড়ে বিজেপিতে পাড়ি দেওয়ার চাঞ্চল্যকর ঘটনাগুলি যে ঠাঁই তা আর বলার অপেক্ষা রাখে না। আর এই বই ঘিরেই যে আগামী লোকসভা নির্বাচন জমজমাট হয়ে উঠবে বলে রাজনৈতিক মহর আশংকা করছেন ।

কলকাতা বইমেলাতেই এই গ্রন্থটি প্রকাশ হলে তা রাজ্য-রাজনীতির অনেক অজানা তথ্য উঠে আসতে পারে বলে ওয়াকিবহাল মহল মনে করছেন। আর এক সময়ের তৃণমূলের প্রধান সংগঠক হওয়ার কারনে তৃণমূল সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করলে তার প্রভার লোকসভা নির্বাচনে পড়ার সম্ভাবনা থাকবে ।

Advertisement

তাই লোকসভার আগেই বইপ্রকাশ আগেই এই বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন তিনি। লোকসভার আগে বইপ্রকাশের অন্য উদ্দেশ্য রয়েছে তাঁর। রাজনৈতিক মহলও মনে করছে এর মধ্যে অন্য কারণ রয়েছে। দীর্ঘ ২০ বছর তিনি তৃণমূলে ছিলেন। নিশ্চয়ই তৃণমূল নিয়ে অনেক অজানা কথা থাকবে তাঁর এই বইয়ে। থাকবে তৃণমূলের উদ্দেশ্যে রাজনৈতিক বাণও।


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − eleven =