দেশ 

মিজোরামে বিজেপি ক্ষমতায় এলে সার্বিক উন্নয়ন ও দুর্নীতি মুক্ত প্রশাসন রাজ্যবাসীকে উপহার দেবে : নরেন্দ্র মোদী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মিজোরামে বিজেপি ক্ষমতায় এলে সার্বিক উন্নয়ন ও দুর্নীতি মুক্ত প্রশাসন রাজ্যবাসীকে উপহার দেবে। লুঙ্গলেইতে একটি জনসভায় ভাষনে শ্রী মোদী বলেন, মিজোরামের মানুষের সামনে সুযোগ এসেছে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসার। কংগ্রেস সরকার দূর্নীতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সমাজে বিভেদকামী শক্তিগুলিকে প্রশ্রয় দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

কেন্দ্রের বিজেপি সরকার উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সড়ক সংযোগ, মহাসড়ক নির্মান, রেলপথ স্থাপন, জল ও আকাশপথে যোগাযোগের ব্যবস্থা করেছে। তিনি বলেন, এই অঞ্চলের উন্নয়নের মূল কথায় হোল পরিবহন ব্যবস্থার উন্নতির মাধ্যমে রূপান্তর। শিলচর-বৈরাবী থেকে আইজলের সাইরং পর্যন্ত ব্রডগেজ রেলপথ স্থাপনের কাজ আগামী দেড় বছরের মধ্যে সম্পূর্ন হয়ে যাবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন।
এর পর প্রধানমন্ত্রী আইজল ক্লাবে বুদ্ধিজীবি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন। উল্লেখ্য ৪০ সদস্যের মিজোরাম বিধানসভায় আগামী ২৮শে নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × three =