কলকাতা 

হাইকোর্টের পর রাজ্যপাল রাজীব সিনহার জয়েনিং লেটার ফিরিয়ে দিয়ে চাপ বাড়ালেন, পদত্যাগ কি করবেন নির্বাচন কমিশনার?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনের মুখেই রাজ্য নির্বাচন কমিশনারের ওপর চাপ বাড়ালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকালই কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণ ে জানিয়েছিল নির্বাচন কমিশনার রাজীব সিনহা যদি সামলাতে না পারেন তাহলে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন এবং রাজ্যপালের তাঁর পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব দেবেন। কলকাতা হাইকোর্টের নির্দেশ আসার পরেই রাতে রাজীব সিনহার জয়েনিং লেটার ফিরিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

যদিও রাজ্যপাল একবার নির্বাচন কমিশনারকে মনোনীত করার পর তাঁকে সরাতে পারেন না তবে মনে করা হচ্ছে এইভাবে রাজ্যপাল কমিশনার রাজীব সিনহার উপর চাপ বাড়াচ্ছেন। অন্যদিকে কলকাতা হাইকোর্ট বিরাশি হাজার কেন্দ্র বাহিনী নিয়োগ করে পঞ্চায়েত ভোটের কথা বললেও এখনো পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন সে ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। বরং রাতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করলে তিনি স্পষ্ট বলে দেন যে আদালতের রায় তিনি দেখেননি দেখার পর সিদ্ধান্ত নেবেন।

সব মিলিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য নির্বাচন কমিশনার উপরে চাপ বাড়িয়ে চলেছেন দেখা যাক এই চাপ রাজীব সিনহার সহ্য করতে পারেন কিনা বা শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলার জনগণ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ