সুপ্রিম নির্দেশ মেনে পরীক্ষায় বসতে হবে, ৩০শে মে বিজ্ঞপ্তি, ১৬ই জুন থেকে অনলাইন ফর্ম ফিলাপ চলবে ১৪ ই জুলাই, ১৫ই নভেম্বর মেধা তালিকা প্রকাশ, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
সুপ্রিম নির্দেশ মেনে ৩০ মে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে। সমান্তরালভাবে নজর থাকবে রিভিউ পিটিশনের দিকেও। মঙ্গলবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে এমনই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ চাকরিহারাদের পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা না দিয়ে ‘যোগ্য’দের পুনর্বহাল করা যাবে কি না তা ঠিক করবে শীর্ষ আদালতই। তার আগে অবশ্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। শুরু হয়ে যাবে পরীক্ষাগ্রহণের প্রক্রিয়াও। তবে ভবিষ্যতে রিভিউ পিটিশনের রায় কার্যকর করা হবে। এদিকে জানানো হয়েছে ১৬ই জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত অনলাইনে ফরম ফিলাপ চলবে। মেধাতালিকা প্রকাশিত হবে ১৫ই নভেম্বর আর কুড়ি নভেম্বর থেকে কাউন্সিলিং শুরু হয়ে যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশমতো ৩১শে ডিসেম্বর এর মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে বলে মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠকে জানান।
উল্লেখ্য নিজেদেরকে যোগ্য শিক্ষক বলে দাবি করে বিকাশ ভবনের উল্টোদিকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কিছু শিক্ষক তাদের মূল দাবি হলো তারা কোনোভাবেই পরীক্ষা দেবে না পরীক্ষায় বসবে না। যেহেতু তারা যোগ্যতার সঙ্গে পাশ করে চাকরি পেয়েছে সুতরাং সেই চাকরি গেছে রাজ্য সরকারের দুর্নীতির কারণে অতএব রাজ্য সরকারকে এই চাকরি ফিরিয়ে দিতে হবে বলে তাদের দাবি আর এই দাবিতেই তারা বিকাশ ভবনের উল্টোদিকে আন্দোলন করছে। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট করে জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের রায় মেনে পরীক্ষায় বসতে হবে। আর রিভিউ পিটিশন যদি কোন কারণে সুপ্রিম কোর্ট পরিবর্তন করে তাহলে অন্য কথা। একইসঙ্গে তিনি যা যা বলেছেন খুব সংক্ষেপে তা তুলে ধরা হলো।

রাজ্য সরকার রিভিউ পিটিশন ফাইল করেছে। কিন্তু সুপ্রিম কোর্টে গরমের ছুটি চলছে।
কারও চাকরি যাতে না যায়, চাকরিহারারা যাতে সুযোগ পায় তার আবেদন করা হয়েছে।
প্রধান বিচারপতির পুরনো অর্ডার যদি ক্যারি না তাহলে সুপ্রিম কোর্ট বলে দিতে পারে, তোমাদের তো অর্ডার দিয়েছিলাম তোমরা মানোনি, তাই পুরো প্যানেল বাতিল করা হল।
সুপ্রিম নির্দেশ মেনে ৩১ মে-র মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে।
রিভিউ পিটিশনের শুনানিতে যা বলবে তাই মানব। যদি বলে পরীক্ষা দিতে হবে না, আপনাদের মান্যতা দেওয়া হল। তাই মানব। কিন্তু এখন কোনও উপায় নেই তাই সুপ্রিম নির্দেশ মানতে হচ্ছে।
বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হচ্ছি। আমরা চাই, চাকরিহারার চাকরি পাক।
৩০ মে এসএসসির নতুন বিজ্ঞপ্তি জারি হবে।
১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন।
প্যানেল প্রকাশ ১৫ নভেম্বর।
কাউন্সিলিং ২০ নভেম্বর। রিভিউ পিটিশনে যদি সুবিচার না মেলে তাহলে নভেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করব।