কলকাতা 

জামাআতে ইসলামী হিন্দের মারকাজী সেক্রেটারি হলেন পশ্চিমবঙ্গের সাবেক আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: জামাআতে ইসলামী হিন্দের ২০২৩-২৭ কার্যকালের জন্য জনাব মাওলানা আব্দুর রফিক সাহেব জাতীয় সম্পাদক হয়েছেন। মাওলানা আব্দুর রফিক কুচবিহার জেলার তুফানগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে এক শিক্ষিত সম্ভ্রান্ত মুসলিম দ্বীনদার জামাআত পরিবারে ১লা মার্চ ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জনাব আলহাজ্ব মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব। মাতা আলহাজ্ব খাদিজা আখতারা সাহেবা। তাঁর পিতা ও মাতা দুজনেই জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ হালকার রুকনে জামাআত। মাওলানা আব্দুর রফিক সাহেবের পিতা কৃষ্ণপুর বালাবাড়ি সিরাজিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক ছিলেন। তাঁর আম্মা ফাজেল পাশকারী আলেমা। তাঁর দাদা (পিতামহ) জনাব আলহাজ্ব মাওলানা আইনউদ্দিন সাহেব মালদহ জেলার প্রখ্যাত আলেমে দ্বীন ও প্রসিদ্ধ ব্যক্তিত্ব।

মাওলানা আব্দুর রফিক সাহেব কুচবিহার জেলার তুফানগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে তাঁর বাল্যজীবন কাটে এবং ওইখানে পিতা মাতার নিকট প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয়। অতপর গ্রামেরই তাঁর পিতার ওই সিনিয়র মাদ্রাসায় প্রথম শ্রেণি থেকে আলেম পর্যন্ত শিক্ষা অর্জন করেন। ওই সময় পর্যন্ত ওই সিনিয়র মাদ্রাসায় আলেম পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা ছিল। ওই মাদ্রাসা থেকে উত্তমভাবে আলেম পাশ করেন। পরে কলকাতার আলিয়া মাদ্রাসায় ফজিলতে ভর্তি হোন। আলিয়া মাদ্রাসা থেকে এমএম ও এমএম কামিল পাশ করার পর কলকাতা বিদ্যাসাগর কলেজ বাংলা অনার্স নিয়ে তিন বছরের ডিগ্রি কোর্স শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ (বাংলা) করেন। পরে ইসলামী ইতিহাসেও এমএ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ছাত্র বয়সে ইসলামী ছাত্র আন্দোলনে যুক্ত হোন। ২০০৩-২০০৪ কার্যকালে ছাত্র সংগঠন এস. আই.ওর রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৫-০৬ কার্যকালে এসআইও-র রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত তিনি এসআইও ছাত্র শাখার কেন্দ্রীয় কর্মপরিষদের (সিএসি) সদস্য ছিলেন। ২০০৭-০৮ সালের মীকাতে এসআইও-র সারা ভারত কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করেন ২০০৯-২০১০ মীকাতে এসআইও-র সর্বভারতীয় জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তিনি জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ হালকার রুকন জামাআত হোন। অতপর ২০১১-১৪ মীকাতে জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ হালকার তিনি পরপর দুটি মীকাতে ২০১১-১৯ পর্যন্ত সেক্রেটারি হালকার গুরুদায়িত্ব পালন করেন। ২০১৯ থেকে ২০২৩ মীকাতে জামাআতে ইসলামীর পশ্চিমবঙ্গ হালকার আমীরে হালকা হিসাবে দায়িত্ব পালন করেন। মাওলানা আব্দুর রফিক সাহেব ২০১১ সাল থেকে জামাআতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় মজলিসে নুমান্দাগনের ও রাজ্য মজলিশে শুরার সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আসছেন।

২০২৩-২০২৭ কার্যকালের জন্য মাওলানা আব্দুর রফিক সাহেব মারকাজী সেক্রেটারি অর্থাৎ সংগঠনের জাতীয় সম্পাদক হয়েছেন। এই প্রথম পশ্চিমবঙ্গ শাখা থেকে কেন্দ্রীয় পর্যায়ে সম্পাদক হিসাবে মাওলানা আব্দুর রফিক সাহেব দায়িত্ব পেলেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ