জেলা 

হনুমন্তনগর অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যাগে পথসভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: আজ ১৮ই মে বৃহস্পতিবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার হনুমানমন্তনগর অঞ্চলের অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে পথসভা হয়। সভাটি সন্চলনা করেন শিক্ষক সমিতির সদস্য রবিউল ইসলাম।সভার প্রধান বক্তা ছিলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভগবানগোলা এক নম্বর ব্লকের সভাপতি আহসানুর রহমান, তৃনমূল কংগ্রেসের নেতা সফিকুল ইসলাম, পন্চায়েত সমিতির সদস্য আসরাফ বাসার বাপি, জেলা পরিষদের সদস্যা রাফিনা ইয়াসমিন,যুব সভাপতি সুনীল বাহালিয়া,জেলা কমিটির সাধারণ সম্পাদক সাবিরুল ইসলাম প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান মিনারুল ইসলাম,আই এন টি টি ইউ সি এর সভাপতি ইবাদুল সেখ ওরফে আপেল, অঞ্চল সভাপতি মোশারফ হোসেন ক্ষুদি, প্রাক্তন প্রধান সেখ মোস্তফা,জিনারুল ইসলাম,রমজান আলী, সাজাহান মহলদার প্রমুখ।

Advertisement

বিধায়ক ইদ্রিস আলী বক্তব্যে বলেন, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে উন্নয়নের হয়নি বলে, কয়েক দিন আগে সিপিএম ৩০জনকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা অপপ্রচার করে গেছে। বিধায়ক ইদ্রিস আলী বলেন, আজকে তিন হাজার মানুষের সামনে ,সেই মিথ্যাবাদী, ধাপ্পাবাজি,গনশত্রুদের বলতে চাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিকপ্রসৃত বিভিন্ন প্রকল্প, আপনার পাশের বাড়ির মানুষ পেয়েছে কিনা জিজ্ঞেস করলেই উন্নয়নের প্রমান পেয়ে যাবেন। তিনি আরও বলেন,যারা চোখ থাকতে অন্ধ তাদের চোখে কোন ডাক্তারই জ্যোতি ফেরাতে পারবে না।তাই আপনাদের বলছি ওদের বিভ্রান্তমুলক কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অল ইন্ডিয়া তূনমুল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানাজীর উপর আস্থা রাখুন। তিনি বলেন, আমি আশাবাদী সামনে পন্চায়েত নির্বাচনে একটাও আসন বিরোধীরা পাবে না।

ব্লক সভাপতি আহসানুর রহমান বলেন, কিছুদিন আগে সিপিএম নেতারা তৃনমূল কংগ্রেসের তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন নাই। আমি সেই সমস্ত মিথ্যাবাদীদের বলছি, এইভাবে মিথ্যা বলে বাংলাকে কলুষিত করবেন না। বাংলার মানুষ সচেতন মানুষ, আপনাদের মিথ্যা কথায় তারা ভুলবে না, তাই ভুল বোঝাবেন না। আমি জানি,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্ম প্রচেষ্টায় বাংলা একদিন উন্নয়নের শ্রেষ্ঠ পুরস্কার আনবেই আনবে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ