দেশ 

বজরং দলকে নিষিদ্ধ করা হলে ছেড়ে কথা বলা হবে না, হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কর্ণাটকে ১৩৬ টি আসন পেয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস দল। তাদের নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি মতো বজরং দলকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে দেখে নেওয়ার হুমকি দিল বিশ্ব হিন্দু পরিষদ।

এই প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর সাধারণ সম্পাদক মিলিন্দ পরান্দে কংগ্রেসের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রাখলেন। পরান্দে বলেন, “হিন্দুদের প্রতি বিদ্বেষ থেকে যদি বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করে হয়, তবে উপযুক্ত পদক্ষেপ করা হবে।” বজরং দল নিষিদ্ধ হওয়ার ভয় পায় না বলেও দাবি করেন তিনি।

Advertisement

বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরং দলের হিন্দু চরমপন্থী সংগঠন হিসাবেই পরিচিত। অতীতেও তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। তবে পরান্দে অতীতের উদাহরণ টেনে বলেন, “রাম জন্মভূমি আন্দোলনের সময়ও বজরং দলকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু আদালত জানিয়ে দেয় এই সিদ্ধান্ত ভুল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ