কলকাতা 

‘দিদি ভাইপো খাবে, আমরা খাব না তা হবে না’ মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চে বললেন মমতার একদা ঘনিষ্ঠ সোনালী গুহ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: আশির দশক থেকেই মমতার একান্ত সহযোগী তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোনালী গুহ এখন মমতার প্রধান প্রতিপক্ষে পরিণত হয়েছে। কয়েক বছর চুপচাপ থাকার পর আজ সোনালী রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার দাবিতে মহা মিছিলের সামিল হয়েছিলেন। সেই মিছিলের পর তিনি বক্তব্য রাখতে গিয়ে তীব্র ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন।শনিবার ডিএ বিক্ষোভকারীদের মঞ্চে গিয়ে সোনালি ছড়া কেটে বললেন, “দিদি আর ভাইপো একা খাবে, আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না।”

তিনি এদিন আরো বলেন, “মমতা দিদি একসময় নিজেই বলতেন, কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমরাও বলছি, দিদি তুমি আর ভাইপো একা খাবে। আমরা খাব না। তা হবে না।” সোনালি বলছেন, “রাজ্যের সব টাকা খেলা-মেলায় চলে যাচ্ছে। DA হবে কী করে।”

Advertisement

ডিএ আন্দোলনের মঞ্চে সোনালির উপস্থিতিই বঙ্গ রাজনীতির নিরিখে রীতিমতো তাৎপর্যপূর্ণ। সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ককে ২০২১ সালের বিধানসভায় টিকিট দেয়নি তৃণমূল। শেষে কাঁদতে কাঁদতে দল ছাড়েন সোনালি। ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন টিকিটের আশায়। কিন্তু শিকে ছেঁড়েনি। শেষে তৃণমূলে ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন। কিন্তু তৃণমূলের তরফে কোনও সাড়া মেলেনি। প্রায় বছর দুই দোটানায় কাটিয়ে দিয়েছেন তিনি। নিজেকে সরিয়ে রেখেছিলেন সক্রিয় রাজনীতি থেকে।

আবার সক্রিয় রাজনীতিতে ফিরতে চান তিনি। ঘনিষ্ঠ মহলে সোনালি জানিয়েছেন, দু’বছর তৃণমূলের জন্য অপেক্ষা করেছেন তিনি। আর অপেক্ষা নয়। এবার বিজেপিই করতে চান তিনি। সূত্রের দাবি, ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে দেখা করেছেন তিনি। সক্রিয় রাজনীতিতে তাঁর প্রত্যাবর্তনের শুরুটা হল DA আন্দোলনের মঞ্চ থেকেই।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ