কলকাতা 

মণিপুরে হিংসার ঘটনায় উদ্বিগ্ন মমতা, আটকে পড়া বাংলার নাগরিকদের উদ্ধারে বিশেষ পদক্ষেপ রাজ্যের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিজেপি শাসিত মণিপুরে তিন দিন ধরে হিংসা চলছে সেনাবাহিনী নামিয়েও নিয়ন্ত্রণে আনা যায়নি পরিস্থিতি। ইতিমধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই রাজ্যের যেসব নাগরিক মনিপুরে গিয়ে আটকে পড়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য মমতা প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

মণিপুর সরকারের সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গ সরকার হিংসা পরিস্থিতিতে আটকে পড়া বিভিন্ন রাজ্যের নাগরিকদের উদ্ধারে সচেষ্ট হবে জানিয়ে দু’টি ‘হেল্পলাইন নম্বর’ (০৩৩-২২১৪৩৫২৬ এবং ০৩৩-২২৫৩৫১৮৫) টুইট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘‘আমরা মণিপুর থেকে যে ধরনের খবর এবং এসওএস বার্তা পাচ্ছি তাতে গভীর ভাবে ব্যথিত। আমি মণিপুরের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নাগরিকেরাও এখন সেখানে আটকে পড়েছেন।’’

Advertisement

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ এবং মণিপুর সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেখানে আটকে পড়া লোকদের সরিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। টুইটারে তিনি লিখেছেন, ‘‘মুখ্য সচিবকে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করতে এবং দুর্দশা ও হতাশাগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সব সময় জনগণের পাশে আছি। সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।’’

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ